Bangla Lyrics
Biprotip Lyrics (বিপ্রতীপ) Artcell | George Lincoln D Costa

Biprotip Lyrics By George Lincoln D Costa From Artcell
Biprotip Lyrics Is a Bangla Song. This Song Is Sung By George Lincoln D’Costa. Music Created by Artcell. This Song Lyrics And Tune was Created By Ishtiak Islam Khan, Saef Al Nazi And Artcell.
Song Details
Song : Biprotip – বিপ্রতীপ
Vocals & Guitars : George Lincoln D’Costa
Lyrics : Ishtiak Islam Khan & Saef Al Nazi
Lead Guitar : Iqbal Asif Jewel and Kazi Faisal Ahmed
Bass : Saef Al Nazi Cézanne
Drums : Kazi Shazzadul Asheqeen Shaju
Band : Artcell
Tune & Music : Artcell
Album : Otritio
Release Date : 09-03-2023
Language : Bangla
Label : G Series
বিপ্রতীপ লিরিক্স – জর্জ লিংকন ডি’কস্তা – আর্টসেল
শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিঃশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মত
ঘনিয়ে আসে
বিগত জীবনের মত
ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর
প্রেরণারা জীবনের ভিড়ে
ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফিরে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সরে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছাঁয়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়
রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক, ভুল মনে হয় আবার
স্মৃতি একা পরে রয়
মনের স্তব্ধতার এই আঁধারে
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়
আজও হাঁটি সে পথে মানুষের ভিড়ে
তোমারই খোঁজে
বিষণœ খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে
তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই
হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায় অজানায়
Biprotip Lyrics In Bengali
shoto bethai dhaka khoto
abiswas mora nishwas joto
sritigulo sob mrttur moto
ghoniye ashe
bigoto jiboner moto
vule gora vuler bohor
erabe ke helai prohor.
বিপ্রতীপ গানটি গেয়েছেন জর্জ লিংকন ডি’কস্তা। মিউজিক তৈরি করেছেন আর্টসেল। এই গানের কথা ও সুর তৈরি করেছেন ইশতিয়াক ইসলাম খান, সাইফ আল নাজি এবং আর্টসেল।