Bangla LyricsTrending Lyrics
Bonobibi Lyrics (বনবিবি) Coke Studio Bangla

Bonobibi Lyrics By Coke Studio Bangla
Bonobibi Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Meghdol X Jahura Baul. Music Created by Meghdol. This Song Lyrics And Tune was Created By Shibu Kumer Shill, Mejbaur Rahman Sumon, Khonar Bachan And Meghdol.
Song Details
Song Name : Bonobibi – বনবিবি
Singer(s) : Meghdol X Jahura Baul
Tune / Music : Meghdol
Lyricist : Shibu Kumer Shill, Mejbaur Rahman Sumon and Khonar Bachan
Music Label : Coke Studio Bangla
বনবিবি লিরিক্স – মেঘদোল ও জহুরা বাউল – কোক স্টুডিও বাংলা
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি
জৈষ্ঠতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে
বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল
তামাটে শরীর পোড়ে
কিষাণীর ঘামে ভেজা মুখ
লাল মেঘে বৃষ্টি ঝরে
আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না আমার কান্না
ঝিরিপথ হয়ে নামে
ও ও ও পাখি ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল মিথ্যে বাঘের
গল্প শোনাও আবার
সুবোধ ফলায় সুবাসের জমি
সাঁওতাল গ্রামের পাশে
নোঙর ফালাইলো মাঝি
সোজন বাইদার ঘাটে
বাঁশির সুর ভাইসা আইলো
দূরে সুলতানের গাঁ
মটর শাক পেচাইয়া ধরল
নববধুর পা
আঁটি ধান শক্ত বাহু
আজগর হাটে আড়ে
জমিলা ঢেকি তে পার
মারে গানের তালে
পোকামাকড়ের কুহক বাজে
সবুজ অন্ধকারে
ঘন জঙ্গলে ময়ূর নাচে
আদিম তালে তালে
তোমার নিহত সুরের কসম
গর্জে তীর ধনুকে
এই পৃথিবীর মরা ঘাসে
তবু মুক্তির ফুল ফোটে
ও ও ও পাখি ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল মিথ্যে বাঘের
গল্প শোনাও আবার
ও ও ও পাখি ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল পৃথিবীর শেষ
গানটা শোনাও
ও পাখি
ও রাখাল
বনবিবির পায়ে রে
ও রাখাল পৃথিবীর শেষ
গানটা শোনাও
ও পাখি ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও রাখাল পৃথিবীর শেষ
গানটা শোনাও
Bonobibi Valobashi Lyrics In Bengali
Bonobibir paye re
fote buno roder phul
bang daake ghono ghono
sheegro hobe brishti jano
jodi hoy choite brishti
tobe hobe dhaner srishti
joisthote tara fotey
tobe janbe borsha bote
gachhe gachhe aagun jwole
bristhi hobe khonay bole
bonobibir paye re
fotey buno roder phul
tamate shorir pore
kishanir ghame veja mukh
laal meghe brishti jhore
adibasi kono grame
tomar kanna amar kanna
jhiripoth hoye naame
o o o pakhi thonte tule nao
khorkuto gaan
o o o rakhal mithye bagher
galpo sonao abar
subodh folay subaser jomi
saotal gramer pashe
nongor falailo majhi
sojan baidar ghate
banshir sur vaisa aailo
dure sultaner gaa
motor shak pechaiya dhorlo
nobobodhur pa
aanti dhan sokto baahu
aajggor haate aare
jomila dheki te paar
mare gaaner taale
ho ho ho
pokamakorer kuhok baje
sobuj ondhokare
ghono jangole moyur nache
aadim taale taale
tomar nihoto surer kosom
gorje teer dhonuke
ei prithibir mora ghase
tobu muktir phool fote.
বনবিবি গানটি গেয়েছেন মেঘদোল ও জহুরা বাউল। মিউজিক তৈরি করেছেন মেঘদোল। এই গানের কথা ও সুর তৈরি করেছেন শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন, খনার বচন ও মেঘদল।