Bangla Lyrics
Nijeke Samlai Lyrics (নিজেকে সামলাই) Abanti Sithi

Nijeke Samlai Lyrics By Abanti Sithi And Shovon Roy
Nijeke Samlai Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Abanti Sithi. Music Created by Shovon Roy. This Song Lyrics And Tune was Created By Prosenjit Ojha And Shovon Roy.
Song Details
Song : Nijeke Samlai – নিজেকে সামলাই
Singer : Abanti Sithi
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Protune
নিজেকে সামলাই গানের লিরিক্স – অবন্তী সিঁথি
চায়ের কাপের মন খারাপ
কত দিন তোর
পড়েনা ঠোঁটের ছাপ
কিছু কথা আসে উড়ে হাওয়ায়
তোকে না পেয়ে বাস্প হয়ে যায়।
চায়ের কাপের মন খারাপ
কত দিন তোর
পড়েনা ঠোঁটের ছাপ
কিছু কথা আসে উড়ে হাওয়ায়
তোকে না পেয়ে বাস্প হয়ে যায়।
আমার চোখে
অভিমান পোড়া মেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে আবেগ
তবু তোর পথ ধরে কিছু দূর হেঁটে যাই
কি ভেবে আবার নিজেকে সামলাই।
মনের দেয়ালে কিসের খেয়ালে
লিখেছিলাম তোর নাম
আমার দুখ আমার কষ্ট
আমার স্মৃতিরা
দিচ্ছে যে তার দাম।
মনের দেয়ালে কিসের খেয়ালে
লিখেছিলাম তোর নাম
আমার দুখ আমার কষ্ট
আমার স্মৃতিরা
দিচ্ছে যে তার দাম।
সংশয় আছে তবু ভালোবেসে
ভাবি তোর মাঝে হারাই
তবু তোর পথ ধরে কিছু দূর হেঁটে যাই
কি ভেবে আবার নিজেকে সামলাই।
Nijeke Samlai Lyrics In Bengali
chayer kaper mon kharap
koto din tor
porena thoter chap
kichu kotha asse ure haway
toke na peye baspo hoye jai
chayer kaper mon kharap
koto din tor
porena thoter chap
kichu kotha asse ure haway
toke na peye baspo hoye jai.
নিজেকে সামলাই গানটি গেয়েছেন অবন্তী সিঁথি। মিউজিক তৈরি করেছেন শোভন রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন প্রসেনজিৎ ওঝা এবং শোভন রায়।