Bangla Lyrics
Vule Jawa Sohoj Lyrics (ভুলে যাওয়া সহজ) Samz Vai

Vule Jawa Sohoj Lyrics By Samz Vai
Vule Jawa Sohoj Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Samz Vai. Music Created by Samz Vai. This Song Lyrics was Created By Samz Vai.
Song Details
Song: Vule Jawa Sohoj – ভুলে যাওয়া সহজ
Vocal: Samz
Lyrics & Composition: Samz
Music: Samz Vai
Thumbnail: Ah-Shawon
Label: Samz Vai Official
ভুলে যাওয়া সহজ গানের লিরিক্স – সামজ ভাই
যত দূরে হারাও মনের অগোচরে
শূন্যে পা বাড়াও তোমার মতো করে
যত দূরে হারাও মনের অগোচরে।
শূন্যে পা বাড়াও তোমার মতো করে
আমি আর কত বাইবো বৈঠা ছাড়া নাও
তুমি চলে যাও তুমি চলে যাও
ভুলে যাওয়া সহজ তবে ভোলানো কঠিন।
মায়া বিষের মতন হাহাকারে কাটে দিন
মানবে না মগজ যার নিউরনে ধূসর নিকোটিন
ধুলো জমে আছে সব স্মৃতির গায়ে
তবে আয়নাটা আজ কেনো মলিন
যে শহরে চাঁদ ডুবেছে ঘুম বিক্রির দায়ে।
যে নদীতে নাও ডুবেছে স্রোতে গা ভাসায়ে
যে আলোতে থাকার চেয়ে অন্ধকার ভালো
সেসব খাতায় তুমি কেনো আমার কি যে হলো।
Vule Jawa Sohoj Lyrics In Bengali
joto dure harao moner agochore
shune pa barao tomar moto kore
joto dure harao moner agochore
shune pa barao tomar moto kore
ami r koto baibo boitha chara nao
tumi chole jao tumi chole jao
vule jawa sohoj tobe volano kothin.
ভুলে যাওয়া সহজ গানটি গেয়েছেন সামজ ভাই। মিউজিক তৈরি করেছেন সামজ ভাই। গানটির কথা লিখেছেন সামজ ভাই।