Bangla Lyrics
Ami Kalo Bole Lyrics (আমি কালো বলে) Arman Alif | Yeasin Hossain Neru

Ami Kalo Bole Lyrics By Arman Alif And Yeasin Hossain Neru
Ami Kalo Bole Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Arman Alif. Music Created by Yeasin Hossain Neru. This Song Lyrics & Tune was Created By Arman Alif.
Song Details
Song : Ami Kalo Bole – আমি কালো বলে
Singer : Arman Alif
Lyric & Tune : Arman Alif
Music : Yeasin Hossain Neru
DOP : MD Mamun Nur Tushar
Edit & Color : Foisalur Aakash
Cast : Prio Ahmed, Adiba Azam Mati, Shakil Shuvo
Ast Director : Sabbir Ahmed Sinra
Director : Foisalur Aakash
Co-Ordinated By : Isha Khan Duray
Language : Bangla
Label : Agniveena
আমি কালো বলে লিরিক্স – আরমান আলিফ
যেই শহরের অলিতে গলিতে
তোর মায়ার বসবাস
সেই শহরের অলিতে গলিতে
নিমাই চলে আজ
কার সাথে ফোন আলাপে
তোর রাত টুকু কাটাস
সারা রাত্রী কাকে শুনাস
তোর পবিত্র নিস্বাস
মেয়ে পাগলি আমায়
এ কোন বাধনে আমি
কেমনে একা রই
সাজানো কত স্বপ্ন আমার
সব কই গেলো কই
মনটা দিয়ে ভালো তোরে
আর কে বাসবে কে
হলিনা আমার, দিলিনা মন তোর
আমি কালো বলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
তুমি ফুরিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে
করিম চাচার দোকানটাতে
বাকি হয়ে গেছে খুব
সিগারেট নামে কিনে আনি
ক্ষনিকের প্রিয় সুখ
মাঝ রাতের ঔ চাদের আলো
আর কানে থাকা হেডফোন
সারা রাত্রী ভাবায় আমায়
একটা মেয়ের প্রিয় মুখ
মায়ার বাধনে বাধলি তোর মায়ার বাধনে
ভাবিস কি আর কারো কথা
যে গেছে চলে
মনটা দিয়ে ভালো তোরে
আর কে বাসবে কে
হলিনা আমার, দিলিনা মন তোর
আমি কালো বলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
তুমি হারিয়ে গেলে ও মেয়ে আমি কালো বলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
আমি কালো বলে শুধুই অবহেলা দিলে
আমি কালো বলে ও মেয়ে আমি কালো বলে
আমি কালো বলে তুমি আমায় ছেরে গেলে
Ami Kalo Bole Lyrics In Bengali
jei shohorer alite golite
tor mayar bosobas
sei shohorer alite golite
nimai chole aaj.
kar sathe phone alape
tor raat tuku katas
sara ratri kake shunas
tor pobitro nishas.
আমি কালো বলে গানটি গেয়েছেন আরমান আলিফ । মিউজিক তৈরি করেছেন ইয়াসিন হোসেন নেরু। এই গানের কথা ও সুর তৈরি করেছেন আরমান আলিফ।