Islamic Song
Jodi Naat Likhte Likhte Lyrics (যদি নাত লিখতে লিখতে) Abu Ubayda। Nur Sajjad

Jodi Naat Likhte Likhte Lyrics By Abu Ubayda And Nur Sajjad
Jodi Naat Likhte Likhte Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abu Ubayda. This Song Lyric And Tune was Created By Nur Sajjad.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song : Jodi Naat Likhte Likhte – যদি নাত লিখতে লিখতে
Singer : Abu Ubayda
Lyric & Tune: Nur Sajjad
Label : Abu Ubayda
যদি নাত লিখতে লিখতে লিরিক্স – আবু উবায়দা
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।
আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে মনের মত সাজাই
যদি মনের মত গাঁথা মনের মত না হয়
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।
কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়
যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।
লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।
Jodi Naat Likhte Likhte Gojol Lyrics In Bengali
jodi naat likhte likhte
chokhe ghum chole ase
tumi dekha dio rashul
amar swapane ese
tumi ghum pariye dio
rashul shiure ese
ami shobdo gathi
gaane tomar vabnai
koto sur mekhe je tare
moner moto sajai.
যদি নাত লিখতে লিখতে গজলটি গেয়েছেন আবু উবায়দা। এই গজলটির কথা ও সুর তৈরি করেছেন নূর সাজ্জাদ।