Bangla Lyrics
Tumi ki Amar Hobe Lyrics (তুমি কি আমার হবে) Abanti Sithi | Dowa

Tumi ki Amar Hobe Lyrics By Abanti Sithi From Dowa
Tumi ki Amar Hobe Lyrics Is a Bangla Dowa Natok Song. This Song Is Sung By Abanti Sithi. Music Created by Sojib. This Song Lyrics And was Created By Ahmed Risvy And Najir Mahamud.
Song Details
Song : Tumi ki Amar Hobe – তুমি কি আমার হবে
Drama : Dowa
Singer : Abanti Sithi
Lyrics : Ahmed Risvy
Tune : Najir Mahamud
Music : Sojib
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
তুমি কি আমার হবে বাংলা গানের লিরিক্স – অবন্তী সিঁথি
আমার প্রতিটি প্রার্থনায়
তুমি থাকো তুমি ছিলে তুমি রবে
আমার প্রতিটি প্রার্থনায়
তুমি থাকো তুমি ছিলে তুমি রবে
তোমার ছায়া হয়ে থাকতে চাই আমি পাশে
বলো তুমি কি আমার হবে
আমার অনুভবে মিশে ছিলে তুমি
বোঝাতে আমি পারিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি।
হয়তো দেখেও বলতে পারিনি কথা
তুমিও বুঝতে পারোনি আমার অপারগতা
হয়তো দেখেও বলতে পারিনি কথা
তুমিও বুঝতে পারোনি আমার অপারগতা
আমার অনুভবে মিশে ছিলে তুমি
বোঝাতে আমি পারিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি।
দূরে থেকেছি আসতে পারিনি কাছে
তুমি জানতে পারোনি আমার কি ব্যেথা আছে
দূরে থেকেছি আসতে পারিনি কাছে
তুমি জানতে পারোনি আমার কি ব্যেথা আছে
আমার অনুভবে মিশে ছিলে তুমি
বোঝাতে আমি পারিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি
তোমাকে ছাড়া আমি আমাকে
কখনো তো ভাবিনি।
Tumi ki Amar Hobe Lyrics In Bengali
Amar protiti parthonay
Tumi thako tumi chile tumi robe
Tomar chaya hoye thakte chai ami pashe
Bolo tumi ki amar hobe
Amar anubhobe mishe chile tumi
Bojhate ami parini
Tomake chara ami amake
Kokhono toh vabini
Hoyto dekheo bolte parini kotha
Tumio bujhte paroni amar oparogota
Dure thekechi ashte parini kache
Tumi jante paroni amar ki beytha ache.
তুমি কি আমার হবে গানটি গেয়েছেন অবন্তী সিঁথি। মিউজিক তৈরি করেছেন সজিব। এই গানের কথা ও সুর তৈরি করেছেন আহমেদ রিসভী ও নাজির মাহামুদ।