Bangla Lyrics
Dana Kata Pori Lyrics (ডানা কাটা পরী) Anirban Bhattacharya

Dana Kata Pori Lyrics By Anirban Bhattacharya From Indubala Bhaater Hotel
Dana Kata Pori Lyrics Is a Bangla Indubala Bhaater Hotel Movie Song. This Song Is Sung By Anirban Bhattacharya. Music Created by Amit Chatterjee. This Song Lyrics was Created By Debaloy bhattacharya.
Song Details
Song : Dana Kata Pori – ডানা কাটা পরী
Singer : Anirban Bhattacharya
Lyrics : Debaloy bhattacharya
Music : Amit Chatterjee
Movie : Indubala Bhaater Hotel
Concept & Direction : Anirban Bhattacharya
Associate Director : Arpan Garai
DOP : Sayan Biswas
Label : SVF Music
ডানা কাটা পরী লিরিক্স – অনির্বাণ ভট্টাচার্য – ইন্দুবালা ভাতের হোটেল
আমি ঘুমের মধ্যে জেগে থাকা
অসহ্য এক স্বপ্ন
আমার মাথায় পাথর
ভাঙে মরা বোনের কান্না।
কাঁদিসনা বোন ভোরের আগে
আমার দুহাত বরফ বেচে
মড়ার মতো ঠান্ডা।
আর তুই সাপের বিষে নীল
দেখি অপরাজিত ঝরে পড়ে
বিষের পাঁচিল।
আমি দুহাত তুলে হাঁটি
আমি দুহাত তুলে হাঁটি
তুই ঘুমের মধ্যে হাঁটিস যত
পথ ছিলোনা মনের মতো
ভোরের বেলা লুকিয়ে দেখিস
আঁচল ভরা ঝিনুক
নাকি মৃত শিশুর মাথা।
তুই চাদর থেকে দুহাত ভরে
কুড়িয়ে নিস ফুলের মতো
বুনো ফুলের গন্ধ
কিছু শুকিয়ে যাওয়া পাতা
মনে মনে খুঁজিস কাকে
রক্ত জমা নখের ফাঁকে
ভাই ছিল তোর
হারিয়ে যাওয়া শেষপাড়ানির কড়ি
বোন ছিল তার কষ্টচাপা ডানাকাটা পরী।
হা হা হা হা হা হা
কাঁদিস না বোন
আমি ঘুমের মধ্যে জেগে থাকা
অসহ্য এক স্বপ্ন
কাঁদিস না বোন।
Dana Kata Pori Lyrics In Bengali
Ami ghumer moddhe jege thaka
Asojjho ek shopno
Amar mathay pathor
vange mora boner kanna
Kadisna bon bhorer agey
Amar duhaat borof beche
Morar moto thanda
Aar tui saper bishe neel
Dekhi oporajito jhore
pore bisher pachil
Ami du haat tule hanti
Tui ghumer moddhe hatis joto
Poth chilo na moner moto
Bhorer bela lukiye dekhis
Achol bhora jhinuk
Naki mrito shishur kanna
Tui chador theke du haat bhore
Kuriye nis fuler moto
Buno fuler gondho
Kichu shukiye jaowa pata
Mone mone khujis kaake
Rokto joma nokher fanke
Bhai chilo tor
Hariye jaowa seshparanir kori
Bon chilo taar kostochapa
dana kata pori.
ডানা কাটা পরী গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। মিউজিক তৈরি করেছেন অমিত চ্যাটার্জী। এই গানের কথা ও সুর তৈরি করেছেন দেবালয় ভট্টাচার্য।