Bangla Lyrics
Tomar Awshukh Lyrics (তোমার অসুখ) Anupam Roy | Adrishyo Nagordolar Trip

Tomar Awshukh Lyrics By Anupam Roy
Tomar Awshukh Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anupam Roy. Music Created by Anupam Roy. This Song Lyrics was Created By Anupam Roy.
Song Details
Song : Tomar Awshukh – তোমার অসুখ
Album : Adrishyo Nagordolar Trip
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arrangement and programming : Nabarun Bose
Guitar : Bodhisattwa Ghosh
Recorded by : Debojit Sengupta
Art : Joyeeta
Animation : Srabani Dolui
Lyric video : Mahuya Pramanik
তোমার অসুখ লিরিক্স – অনুপম রায়
নদী ভরা ঢেউ
তুমি চাইছো জল
তারা ভরা রাত
খোঁজো ছাওনিতল
তোমার কেন মনে হলো
তোমার পাশ দিয়ে
না জানিয়ে ঘোড়াগুলো ছুটে গেছে
তোমার কেন মনে হলো
তোমার পথ জুড়ে
গুঁড়ো গুঁড়ো ভালোবাসা ছড়ানো নেই
আমি থেমে আছি পাহাড়ের মতো
তুমি মেঘ ডেকে আনো কত
তুমি জেগে থাকো এ তোমার অসুখ
দেখো যদি মনে পড়ে আমার মুখ কখনো
মুঠো ভরা রোদ
তুমি চাইছো দিন
এত পরিচিতি তবু বন্ধুহীন।
তোমার কেন মনে হলো
তোমার পাশ দিয়ে
না জানিয়ে ঘোড়াগুলো ছুটে গেছে
তোমার কেন মনে হলো
তোমার পথ জুড়ে
গুঁড়ো গুঁড়ো ভালোবাসা ছড়ানো নেই
আমি থেমে আছি পাহাড়ের মতো
তুমি মেঘ ডেকে আনো কত
তুমি জেগে থাকো এ তোমার অসুখ
দেখো যদি মনে পড়ে আমার মুখ কখনো
Tomar Awshukh Lyrics In Bengali
Nodi bhora dheu tumi chaicho jol
Tara bhora raat khojo chhaonitol
Tomar keno mone holo tomar pash diye
Na janiye ghoragulo chutey geche
Tomar keno mone holo tomar poth jure
Guro guro valobasha chorano nei
Ami theme achi paharer moto
Tumi megh deke aano koto
Tumi jege thako e tomar oshukh
Dekho jodi mone pore amar mukh kokhono
Mutho bhora rod tumi chaicho din
Eto porichiti tobu bondhuheen.
তোমার অসুখ গানটি গেয়েছেন অনুপম রায়। মিউজিক তৈরি করেছেন অনুপম রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন অনুপম রায়।