Bangla Lyrics
Kobi Lyrics (কবি) Zahed | The Tree Band

Kobi Lyrics By Zahed From The Tree Band
Kobi Is a Bangla Song. This Song Is Sung By Zahed. Music Created by Zahed. This Song’s Lyrics and Tune were Created By Zahed.
Song Details
Song : Kobi – কবি
Band Name : The Tree
Album : Solo Theke Teis
Lyric, Tune and Composition : Zahed
Keys, Guitar & Back vocal : Samit
Guitar, Keys, Violin & Vocal : Zahed
Guitar : Labib
Bass : Rifat & Sarbojit
Drums : Abid
Kolija Ar Jaan Song Lyrics in Bengali
কবি তুমি ভেবেছো কি
তোমার লেখার মাঝে
কতটা আছে ওরা
যাদের পাশে তোমার খুব প্রয়োজন
স্বপ্ন যাদের নেই
তোমার লেখায় স্বপ্ন কই
কবি তোমার কাগজ জুড়ে
শুধু ভালবাসা হাসি আনন্দ
যারা বাঁচতে চায় যারা বলতে চায়
তুমি তাদের কথা হয়ে আসবে কবে
এসব লিখা লিখতেই হবে
তোমার কবিতার খাতায়
স্বপ্ন গুলো শব্দ হয়ে
আসতেই হবে এবার।
কবি তুমি ভেবেছো কি
তোমার লেখার মাঝে
কতটা আছে ওরা
যাদের পাশে তোমার খুব প্রয়োজন
স্বপ্ন যাদের নেই
তোমার লেখায় স্বপ্ন কই
কলম হাতে যুদ্ধে যেতে
তোমার কিসের ভয় কবি
লিখেই দেখো তাদের কথা
তুমি একা নও এই শহরে।
কবি লিরিক্স – জাহেদ – দ্যা ট্রি ব্যান্ড
Kobi tumi vebecho ki
Tomar lekhar majhe kotota ache ora
jader pashe tomar khub proyojon
Shopno jader nei
Tomar lekhay shopno koi
Kobi tomar kagoj jure
Shudhu valobasha hasi anondo
Jara banchte chaay jara bolte chaay
Tumi tader kotha hoye ashbe kobe
Esob likha likhtei hobe
Tomar kobitar khatay
Shopno gulo shobdo hoye
AShtei hobe ebar
Kolom haate juddhe jete
Tomar kiser bhoy
Likhei dekho tader kotha
Tumi eka nou ei shohore.
কবি গানটি গেয়েছেন জাহেদ। মিউজিক তৈরি করেছেন জাহেদ। এই গানের কথা ও সুর তৈরি করেছেন জাহেদ।