Bangla Lyrics
Vulte Jodi Partam Tore Lyrics (ভুলতে যদি পারতাম তোরে) Sima Sarkar

Vulte Jodi Partam Tore Lyrics By Sima Sarkar
Vulte Jodi Partam Tore Is a Bangla Song. This Song Is Sung By Sima Sarkar. Music Created by Joy Dev Sobuj. This Song’s Lyrics and Tune were Created By Nurealam Mamun And Akram Khan.
Song Details
Song : Vulte Jodi Partam Tore – ভুলতে যদি পারতাম তোরে
Singer : Sima Sarkar
Lyrics : Nurealam Mamun
Tune : Akram Khan
Music : Joy Dev Sobuj
Video Information
DOP : Al Amin Masud
Edit & Colour : Antor Hasan
Label : Antor Multimedia
Vulte Jodi Partam Tore Song Lyrics in Bengali
ভুলতে যদি পারতাম তোরে
কানতাম না রে আর
বুকের ভিতর জমতো না রে
ব্যথারই পাহাড়
আমি ছাড়া এমন ভালো
কে বাসিবে বল
বুঝবি রে তুই মুছবি যে দিন
দুই নয়নের জল।
তোরে নিয়া দেখতাম আমি
স্বপ্ন শতশত
তুই তো আমার কলিজাটা
কইরা গেলি ক্ষত
তোর বিরহে অশ্রুজলে
ভাসলো ধরাতল।
যা চেয়েছিস সব দিয়েছি
কোনো প্রশ্নহীন
এর পরেও কি কোনো মানুষ
হয় এত কঠিন
ভাবি যখন দুচোখ তখন
করে রে টলমল।
ভুলতে যদি পারতাম তোরে লিরিক্স – সিমা সরকার
vulte jodi partam tore
kantam na re ar
buker vitor jomto na re
bethari pahar
ami chara emon valo
ke basibe bol
bujbi re tui musbi je din
dui noyoner jol.
ভুলতে যদি পারতাম তোরে গানটি গেয়েছেন সিমা সরকার। মিউজিক তৈরি করেছেন জয় দেব সবুজ। এই গানের কথা ও সুর তৈরি করেছেন রেলাম মামুন ও আকরাম খান।