Bangla Lyrics
Evabeo Valobasha Jay Lyrics (এভাবেও ভালোবাসা যায়) Kona | Mahtim Shakib

Evabeo Valobasha Jay Lyrics By Kona And Mahtim Shakib
Evabeo Valobasha Jay Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Kona And Mahtim Shakib. Music Created by Rezwan Sheikh. This Song’s Lyrics & Tune were Created By M A Alam Shuvo And Rezwan Sheikh.
Song Details
Song : Evabeo Valobasha Jay – এভাবেও ভালোবাসা যায়
Singer : Kona & Mahtim Shakib
Lyrics : M A Alam Shuvo
Tune & Music : Rezwan Sheikh
Producer : Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
Evabeo Valobasha Jay Lyrics in Bengali
তার গল্পে মন ডুবে যায়
সব কথা বলা যায়
বলছি ইশারায় সে যেন না হারায়।
তার গল্পে মন ডুবে যায়
সব কথা বলা যায়
বলছি ইশারায় সে যেন না হারায়।
তার হাসি ভালোলাগে
তাকে দেখে প্রেম জাগে
সকাল সন্ধ্যা রাখি পাহারা
পাশাপাশি ছায়া হয়ে
একসাথে চলা যায়
তাকে বুকে আগলে রেখে
এভাবে ভালোবাসা যায়।
হাজারো অভিমান
আমার এ প্রেমের গান
থেকে যায় পিছুটান
তাকে ভালোবেসে।
স্বপ্নে এসে ছুঁয়ে যাই
তার প্রেমে ভেসে যাই
সব ব্যথা ভুলে যাই থাকলে পাশে।
তার হাসি ভালোলাগে
তাকে দেখে প্রেম জাগে
সকাল সন্ধ্যা রাখি পাহারা
পাশাপাশি ছায়া হয়ে
একসাথে চলা যায়
তাকে বুকে আগলে রেখে
এভাবে ভালোবাসা যায়।
এই রাত জাগার মানে
বলছি কানে কানে
জানে এই রাত জানে
কতটা ভালোবাসি।
তোর মনের কথা জানি
হোক না সে অভিমানী
সে শুধু আমার মানই
তাইতো কাছে আসি।
তার হাসি ভালোলাগে
তাকে দেখে প্রেম জাগে
সকাল সন্ধ্যা রাখি পাহারা
পাশাপাশি ছায়া হয়ে
একসাথে চলা যায়
তাকে বুকে আগলে রেখে
এভাবে ভালোবাসা যায়।
এভাবে ভালোবাসা যায় লিরিক্স – কণা ও মহাতিম সাকিব
Tar golpe mon dube jaay
Sob kotha bola jaay
Bolchi isharay se jeno na haray
Tar hasi valo laage
Taake dekhe prem jaage
Sokal sondhya rakhi pahara
Pashapashi chaya hoye
Eksathe chola jaay
Taake buke agle rekhe
Evabe valobasha jay
Hajaro obhiman amar
e premer gaan
Theke jaay pichutaan
taake valobese
Shopno eshe chuye jai
Tar preme vese jai
Sob byatha bhule
jai thakle pashe
Ei raat jagar maane
bolchi kane kane
Jane ei raat jaane
kotota valobashi
Tor moner kotha jani
Hok na se obhimani
Se shudhu amar maani
taito kache ashi
Taake buke agle rekhe
Evabe bhalobasha jay.