Bangla Lyrics
Prithibita Naki Choto Hote Hote Lyrics (পৃথিবীটা নাকি ছোট হতে হতে) Moheener Ghoraguli

Prithibita Naki Choto Hote Hote Lyrics By Moheener Ghoraguli
Prithibita Naki Choto Hote Hote Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Crosswinds. Music Created by Goutam Chatterjee And Pallab Roy. This Song’s Lyrics and Tune were Created By Goutam Chatterjee.
Song Details
Song: Prithibita Naki Choto Hote Hote – পৃথিবীটা নাকি ছোট হতে হতে
Album: Aabar Bachhor Kuri Pore
Singer: Crosswinds
Lyricist: Goutam Chatterjee
Music By: Goutam Chatterjee, Pallab Roy
Label: Asha Audio
Prithibita Naki Choto Hote Hote Song Lyrics in Bengali
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
আ হা
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
পৃথিবীটা নাকি ছোট হতে হতে লিরিক্স – ক্রসউইন্ডস – মহীনের ঘোড়াগুলি
Prithibita naki choto hote hote
satellite ar cable er haate
drawing room a rakha boka baksho te bondi
Aa ha ha ha
Ghore bose sara duniyar hate
joga jog aaj hater mutho-te
ghuche geche desh kal simanar gondi
Aa ha ha ha
Vebe dekhecho ki
tara-ra-o joto alok borsho dure
taro dure
Tumi ar ami jai krome shore shore
Bhebe dekhecho ki
tara-ra-o joto alok borsho dure
taro dure
Tumi ar ami jai krome shore shore.
পৃথিবীটা নাকি ছোট হতে হতে গানটি গেয়েছেন ক্রসউইন্ডস। মিউজিক তৈরি করেছেন গৌতম চ্যাটার্জি এবং পল্লব রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন গৌতম চ্যাটার্জি।