Bangla Lyrics

Rajkumari Lyrics (রাজকুমারী) Arman Alif

Rajkumari Lyrics (রাজকুমারী) Arman Alif

Rajkumari Lyrics By Arman Alif

Rajkumari Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Arman Alif. Music Created by Sahriar Rafat. This Song’s Lyrics & Tune were Created By SD Rafiq.

Song Details
Song : Rajkumari – রাজকুমারী
Singer : Arman Alif
Lyric & Tune : SD Rafiq
Music : Sahriar Rafat 
Cast : Arman Alif & Sumaiya Khandokar
DOP : Sohel Khan
Edit & Color : Xahidul islam Choyon
Directed By Saiful islam Roman
Co-Ordinated By : Isha Khan Duray 
Language : Bangla
Label : Agniveena

Rajkumari Song Lyrics in Bengali

প্রতি রাতে তোর স্বপ্ন গুলো বৃষ্টি হয়ে ঝড়ে
তোর করা খুনসুটি গুলো অনেক মনে পরে
তোর দেখার পথটা দরে আজো একলা হাটি
তোর শহর যে অন্য কারো অনেক পরিপাটি
ও রাজকুমারী বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায় পুরে আমি মরি
ও রাজকুমারী হাতে অন্যের চুরি
যে হাতে ছিলো হয়ে নাটাই ঘুরি
অই তোর নামে চুলের ঘ্রানে
বেহায়া মন আজো পিছু টানে
তুই চাইলে বল নিবো মেঘের দল
জানি হবার নয় শহর বেদখল
দুঃখ দিয়ে চলে যাবি
তবে কেন প্রেম শেখালি
ও রাজকুমারী বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায় পুরে আমি মরি
ও রাজকুমারী হাতে অন্যের চুরি
যে হাতে ছিলা হয়ে নাটাই ঘুরি
তুই অনেক রাগী ডোলা গিটারের সুর
তুই একাই করে দিতি ফাকা শহরটা ভরপুর
সেই তুই কি করে
মুখ লুকিয়ে অনেক হাসিস অন্য জনের সাথে
দুই হাতে তুই সুখ যে উড়াস আমি দুঃখ বিখারী
ও রাজকুমারী বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায় পুরে আমি মরি
ও রাজকুমারী হাতে অন্যের চুরি
যে হাতে ছিলা হয়ে নাটাই ঘুরি
প্রতি রাতে তোর স্বপ্ন গুলো বৃষ্টি হয়ে ঝড়ে
তোর করা খুনসুটি গুলো অনেক মনে পরে
তোর দেখার পথটা দরে আজো একলা হাটি
তোর শহর যে অন্য কারো অনেক পরিপাটি
ও রাজকুমারী বাহো অন্যের তরি
একা কষ্টের ছায়ায় পুরে আমি মরি
ও রাজকুমারী হাতে অন্যের চুরি
যে হাতে ছিলো হয়ে নাটাই ঘুরি

রাজকুমারী লিরিক্স – আরমান আলিফ

Proti rate tor sopno gulo bristi hoye jhore
Tor kora khunsuti gulo onek mone pore
Tor dekhar pothta dore ajo ekla hati
Tor shohor je onno karo onek poripati
O Rajkumari baho onner tori
Eka koster chayay pure ami mori
O Rajkumari hate onnert churi
jJe hate chilo hoye natai ghuri
Oi tor name chuler grane
Behaya mon ajo pichu tane
Tui chaile bol nibo megher dokhol
Jani hobar noy shohor bedhokhol
Dukkho diye chole jabi
Tobe keno prem shikhali.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button