Bangla Lyrics
Babar Boro Chele Lyrics (বাবার বড় ছেলে) Gogon Sakib

Babar Boro Chele Lyrics By Gogon Sakib
Babar Boro Chele Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Gogon Sakib. Music Created by Rohan Raj. This Song’s Lyrics And Tune were Created By Alex Abdus Salam And Rohan Raj.
Song Details
Song : Babar Boro Chele – বাবার বড় ছেলে
Singer : Gogon Sakib
Lyric : Alex Abdus Salam
Tune : Rohan Raj
Music : Rohan Raj
Mix & Master : Rohan Raj
Flute : Kamrul Ahmed
Label : J. Products Music
Babar Boro Chele Song Lyrics in Bengali
মা বাবার বড় ছেলে কত আবদার
একটা চাকরি হলে চলবেরে সংসার
ভাই বোনের মুখে হাসি বাহিরে রোজ ধারে
একটা চাকরি হলে তাদের মিটবেরে আবদার
গ্রাম থেইকা শহরে আছি ঘুরি লোকের ধারে
এমন কইরা বয়স পার ত্রিশেরি ঘরে
গ্রাম থেইকা শহরে আছি ঘুরি লোকের ধারে
এমন কইরা বয়স পার ত্রিশেরি ঘরে
বড় ছেলে আমি বাবার বড় ছেলে
অভাব যেতো একটা ভাল চাকরি পেলে
টিউশনিতে হয় পায়ের চটি ক্ষয়
রোজই করি ভালথাকার মিথ্যে অভিনয়
বড় ছেলে আমি বাবার বড় ছেলে
অভাব যেতো একটা ভাল চাকরি পেলে
টিউশনিতে হয় পায়ের চটি ক্ষয়
রোজই করি ভালথাকার মিথ্যে অভিনয়
অভাব অনটন বাবা মার টেনশন
ঘুম আসে না দুটি চোখে হয়না কত কাল
রোজ সকালে যাই একটা চাকরির ঠিকানায়
কবে জানি কাটবে আমার এমন দশার হাল
অভাব অনটন বাবা মার টেনশন
ঘুম আসে না দুটি চোখে হয়না কত কাল
রোজ সকালে যাই একটা চাকরির ঠিকানায়
কবে জানি কাটবে আমার এমন দশার হাল
গ্রাম থেইকা শহরে আছি ঘুরি লোকের ধারে
এমন কইরা বয়স পার ত্রিশেরি ঘরে
গ্রাম থেইকা শহরে আছি ঘুরি লোকের ধারে
এমন কইরা বয়স পার ত্রিশেরি ঘরে
বড় ছেলে আমি বাবার বড় ছেলে
অভাব যেতো একটা ভাল চাকরি পেলে
টিউশনিতে হয় পায়ের চটি ক্ষয়
রোজই করি ভালথাকার মিথ্যে অভিনয়
বড় ছেলে আমি বাবার বড় ছেলে
অভাব যেতো একটা ভাল চাকরি পেলে
টিউশনিতে হয় পায়ের চটি ক্ষয়
রোজই করি ভালথাকার মিথ্যে অভিনয়
বাবার বড় ছেলে লিরিক্স – গগন সাকিব
ma babar boro chele koto abdar
ekta chakri hole cholbere sonsar
vai boner mukhe hasi bahire roj dhare
ekta chakri hole tader mitbere abdar
ma babar boro chele koto abdar
ekta chakri hole cholbere sonsar
vai boner mukhe hasi bahire roj dhare
ekta chakri hole tader mitbere abdar.