Bangla Lyrics
Bhalobashar 100 Ti Upai Lyrics (ভালোবাসার একশো টি উপায়) Chandrima | Hillol

Bhalobashar 100 Ti Upai Lyrics By Chandrima Roy Datta And Hillol Acharjee
Bhalobashar 100 Ti Upai Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Chandrima Roy Datta And Hillol Acharjee. Music Created by Chandraniv Saha And Hillol Acharjee. This Song’s Lyrics were Created By Hillol Acharjee.
Song Details
Song : Bhalobashar 100 Ti Upai – ভালোবাসার একশো টি উপায়
Vocals : Chandrima Roy Datta & Hillol Acharjee
Lyrics & Composition : Hillol Acharjee
Music Arrangement : Chandraniv Saha
Created By : Abhishek Chowdhury
Produced by : Sourav Dutta
Edit : Abhishek Chowdhury & Tirthankar Roy
Cinematography : Subho Sutradhar, Shayan
Chowdhury & Dibyojyoti Saha
Label : ac films
Bhalobashar 100 Ti Upai Song Lyrics in Bengali
তোমায় খুব দেখতে চাইছে
চোখে ঘুমের মতো দাঁড়াও এসে
তোমার কথারা ভেসে বেড়ায়
আমার চারদেয়ালের আশেপাশে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যায়
ছুঁয়ে দিলে শিহরণ গায়ে
ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যায়
ছুঁয়ে দিলে শিহরণ গায়ে।
লিখতে চাইলেই তোমায় নিয়ে লেখা যায়
তুমি ভালোবাসার একশো টি উপায়
একশো টি উপায় একশো টি উপায়।
আনমনা ঠোঁটে হাসি রোদের শহর
আমায় চেনানো
কুয়াশার নরম বুকে উষ্ণ প্রহর
তোমায় বোঝানো।
হলদে খামে তোমার নাম
এ শুধু তোমার আমার গান
গেয়ে যায় কানে কানে আড়ালে
বলতে চাইলেই তোমায় নিয়ে বলা যায়
তুমি ভালোবাসার একশোটি উপায়
একশোটি উপায় একশোটি উপায়।
ঘুম ঘুম আবছা চোখে নতুক সকাল
শিশির আদর
সারি সারি ফুলে আঁকা রঙীন মশাল
হৃদয় চাদর।
হারিয়ে যাওয়া রাস্তা গুলো
আমার সাথে খেলছে ধূলো
মুছে দেয় তোমার পাঠানো বৃষ্টিরা
ইচ্ছে করলেই তোমায় কাছে পাওয়া যায়
তুমি ভালোবাসার একশোটি উপায়
একশোটি উপায় একশোটি উপায়।
ভালোবাসার একশো টি উপায় লিরিক্স – চন্দ্রিমা রায় দত্ত ও হিল্লোল আচার্জি
Tomay khub dekhte chaiche
Chokhe ghumer moto darao ese
Tomar kothara vese beray
Amar chardeyaler ashepashe
Thanda thanda hawa boye jaay
Chuye dile shihoron gaaye
Likhte chailei tomay niye lekha jaay
Tumi valobashar ekshoti upay
Aanmona thote haasi roder shohor
Amay chenano
Kuashar norom buke ushno prohor
Tomay bojhano
Holde khame tomar naam
E shudhu tomar amar gaan
Geye jaay kaane kaane arale
Bolte chailei tomay niye bola jaay
Tumi bhalobashar eksho ti upai
Ghum ghum aabcha chokhe notun sokal
Shishir ador
Sari sari phule anka rongeen moshal
Hridoy chador
Hariye jaowa rasta gulo
Amar sathe khelche dhulo
Muche dey tomar pathano brishtira
Icche korlei tomay kache paowa jaay
Tumi bhalobasar ekshoti upay.