Rabindra Sangeet
Amar Hiyar Majhe Lyrics (আমার হিয়ার মাঝে) Prashmita Paul

Amar Hiyar Majhe Lyrics by Prashmita Paul
Amar Hiyar Majhe Lyrics Is a Rabindra Sangeet. This Song Is Sung By Prashmita Paul. This Song’s Lyrics were Created By Rabindranath Thakur.
Song Details:
Song: Amar Hiyar Majhe
Singer: Prashmita Paul
Lyrics: Rabindranath Thakur
Composed by: Rabindranath Thakur
Amar Hiyar Majhe Song Lyrics in Bengali
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে
আমার হৃদয়-পানে চাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে
আমি, তোমার কাছে যাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়–
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
আনন্দে তাই ভুলেছিলেম,
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে লিরিক্স
Amar hiyar majhe lukiye chile
dekhte ami paini
Tomay dekhte ami paini.
Bahir-pane chokh melechi
amar hridhoy-pane chaini
Amar hiyar majhe lukiye chile .
Amar sokol bhalobasay
sokol aghat sokol ashay
Tumi chile amar kache,
tomar kache jaini.
Tumi mor anondo hoye
chile amar khelay–
Anonde tai bhulechilem
keteche din helay.
Gopon rohi gobhir prane
amar dukkhosukher gaan
Sur diyecho tumi
ami tomar gaan to gai ni.