Mohammed Irfan
Ebhabe Tui Lyrics (এভাবে তুই) Mohammed Irfan

Ebhabe Tui Lyrics by Mohammed Irfan
Ebhabe Tui Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Mohammed Irfan. Music Composed by Dabbu. This Song’s Lyrics were Created By Ritam Sen.
Song Details:
Song: Ebhabe Tui
Singer – Mohammed Irfan
Starring – Kutubuddin Sheikh & Ansy
Music Composed & Production – Dabbu
Lyrics – Ritam Sen
Guitars – Dabbu
Flute – Bipra Bala
Studio – Nrk Studio
Production Manager – Gouri Das
Music On: T-Series
Ebhabe Tui Song Lyrics in Bengali
এভাবে তুই ঝড়ালে সারাদিন
নয় সহজ, ভুলে যাওয়া কঠিন
এভাবে তুই জাগালি সারা রাত
ডুবেছি রোজ তোরে ছুয়ে গহিনে
চোরাবালি তোর চোখে
আমাকে তুই করে দিলি ঠিকানাহীন
পোড়ালে ছাই হতাসা মেলে
কিভাবে কেউ বেচে থাকা ভোলে।
প্রতিটা ভোর ননা জলে ভিজে
বোবা শহর শুধু তোকেই খুজে।
বারে ব্যাথারা নিয়েছি তো মেনে
আলো নিভিয়ে রাখে জোনাকী
কেনো তো বুঝেনি
ঝরে ছোয়া যে ছুলে কে বাচে
যদি পরে মনে
আমি জানিনা আজ কে থাকে
তোর অই ঘরে উঠনে।
চোরাবালি তোর চোখে
আমাকে তুই করে দিলি ঠিকানাহীন
পোড়ালে ছাই হতাসা মেলে
কিভাবে কেউ বেচে থাকা ভোলে
প্রতিটা ভোর ননা জলে ভিজে
বোবা শহর শুধু তোকেই খুজে।
এভাবে তুই লিরিক্স – মোহাম্মদ ইরফান
Ebhabe tui jhorale saradin
noy sohoj vule jawa kothin
ebhabe tui jagali sara rat
dubechi roj tore chuye gohine
chorabali tor chokhe
amake tui kore dili thikanahin
porale chai hotasha mele
kivabe keu beche thaka vole.