Tanzil Misbah
Emon ekta Manush Lyrics (এমন একটা মানুষ) Tanzil Misbah

Emon ekta Manush Lyrics by Tanzil Misbah
Emon ekta Manush Lyrics Is a Bangla Maya Natok Song. This Song Is Sung By Tanzil Misbah. Music Composed by Sahriar Rafat. This Song’s Lyrics and Tune were Created By Tanzil Misbah.
Song Details:
Title : Emon Ekta Manush
Singer : Tanzil Misbah
Natok : Maya
Starring : Nirjon Nahuel,
Kaspria Biswas Pria and Others
Lyric & Tune : Tanzil Misbah
Music : Sahriar Rafat
Mix-Master : Shovon Roy
Guitar & Mandolin : Rajib gosh
Label : Burnabee Records
Emon ekta Manush Song Lyrics in Bengali
এমন একটা মানুষ পাইলাম নারে
ও যে কোনদিনও ছাড়বো না আমারে,
আহা এমন একটা বান্ধব পাইলাম নারে
ও যে ভুল করিয়াও ভুলবো না আমারে।
এক ছিল আসমানের ঐ তারা
একছিলো আসমানের ঐ তারা
যারে দিতাম পাহারা!
সকাল, বিকেল আর ইশিতে নিশিতে
আমায় দিলে যে ইশারা,
আমি হইতাম পাগল পাড়া
উইড়া ঘুইরা ফিরি অলিতে গলিতে।
একছিলো আসমানের ঐ তারা
যারে দিতাম পাহারা!
সকাল, বিকেল আর ইশিতে নিশিতে
আমায় দিলে যে ইশারা,
আমি হইতাম পাগল পাড়া
উইড়া ঘুইরা ফিরি অলিতে গলিতে।
এত আপন মানুষ কেমনে দূরে গেল রে
আমার স্বপ্নগুলা ঐ আকাশে উড়ে রে,
এই দুনিয়ার সবই মিছা মায়ারে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে।
যার লাইগা করলাম চুরি
ছিন্ন করে রক্তের ডুরি,
সে আমারে ছাইরা গেল
বসন্তের এই কালে
আমায় প্রেম অনলে পুরাইলো
মনো পরাণ কাইরা নিলো
মনের জ্বালা মনেই থাকুক
কে বুঝে আমারে।
যার লাইগা করলাম চুরি
ছিন্ন করে রক্তের ডুরি,
সে আমারে ছাইরা গেল
বসন্তের এই কালে
আমায় প্রেম অনলে পুরাইলো
মনো পরাণ কাইরা নিলো
মনের জ্বালা মনেই থাকুক
কে বুঝে আমারে।
এমন একটা মন পাইলাম নারে
যে মনের পিঞ্জিরাতেই আমি থাকমুরে
আহা এমন একটা বান্ধব পাইলাম নারে
ও যে ভুল করিয়াও ভুলব না আমারে।
এই দুনিয়ার সবই মিছা মায়া রে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে,
এই দুনিয়ার সবই মিছা মায়া রে
এই দুনিয়ার সবই মিছা মায়ারে।
এমন একটা মানুষ পাইলাম নারে লিরিক্স
Emon ekta manush pailam nare
Je konodino charbo na amare
Aha emon ekta bandob pailam nare
O je vul koriao vulbona amare.
Ek chilo aasmaner oi tara
Ekchilo aasmaner oi tara
jare ditam pahara
Sokal bikal aar nishite nishite
Amay dile je ishara
Ami hoitam pagol para
Uira guira firi ilite golite.