Bangla Lyrics
Krishno Kala Lyrics (কৃষ্ণ কালা) Tosiba Begum

Krishno Kala Lyrics By Tosiba Begum
Krishno Kala Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Tosiba Begum. Music Created by R.M Tawhid. This Song’s Lyrics And Tune were Created By Salahuddin Shagar And Polok Hasan Sumon.
Song Details
Song: Krishno Kala – কৃষ্ণ কালা
Vocals: Tosiba Begum
Lyrics : Salahuddin Shagar
Tune: Polok Hasan Sumon
Music: R.M Tawhid
Mix Mastering: Shovon Roy
Music Label: Ni Music
Krishno Kala Song Lyrics in Bengali
ভালোবাসি তোরে জান
খাওয়াবো মিষ্টি পান
আয়না কাছে সোয়াচাঁন
মনটা নিয়া করিসনারে ফান
ভালোবাসি তোরে জান
খাওয়াবো মিষ্টি পান
আয়না কাছে সোয়াচাঁন
মনটা নিয়া করিসনারে ফান
ভাবে ফালাইলি মায়ায় জড়াইলি
তুই ঘুম কাড়িয়া ফিলিংস বাড়াইলি
চোখে তাকাইলি দরদ মাখাইলি
আমারে পাগল কইরা পল্টি যে মারলি
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
তোরে দেখলে মনটা আমার করে যে তৈতৈ
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
তোরে দেখলে মনটা আমার করে যে তৈতৈ
মন বাগিচায় লাগলো হাওয়া
কাইড়া নিলি নাওয়া খাওয়া
মন বাগিচায় লাগলো হাওয়া
কাইড়া নিলি নাওয়া খাওয়া
দেখি চোখে ধোঁয়া ধোঁয়া
চাইরে তোর আদর ছোঁয়া
ভাব জমানা চাপ কমানা
হাতটা ধরে কাছে নিয়ে বৌ বানানা
তুই তো সেয়ানা হোসনা দেওয়ানা
দেরী করলে আমারে তুই আর পাবিনা
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
দেখলে তোরে মনটা আমার করে যে তৈতৈ
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
দেখলে তোরে মনটা আমার করে যে তৈতৈ
পারিনা মন রাখতে ঘরে
তোর লাগিয়া পরান পোড়ে
পারিনা মন রাখতে ঘরে
তোর লাগিয়া পরান পোড়ে
দিলের ভেতর বেলুন উড়ে
প্রেমের ভুত কি কথায় সারে।
ভাব জমানা চাপ কমানা
হাতটা ধরে কাছে নিয়ে বৌ বানানা
তুই তো সেয়ানা হোসনা দেওয়ানা
দেরী করলে আমারে তুই আর পাবিনা
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
দেখলে তোরে মনটা আমার করে যে তৈতৈ
ওরে পোলা কৃষ্ণকালা করিসনা হৈচৈ
দেখলে তোরে মনটা আমার করে যে তৈতৈ
কৃষ্ণ কালা গানের লিরিক্স – তসিবা বেগম
valobashi tore jan
khawabo misti pan
ayna kache soyachan
monta niya korishnare fan
valobashi tore jan
khawabo misti pan
ayna kache soyachan
monta niya korishnare fan.