Bangla Lyrics

Maula Diya Daw Lyrics (মাওলা দিয়া দাও) Rafid Dewan

Maula Diya Daw Lyrics by Rafid Dewan

Maula Diya Daw Lyrics Is a Bangla Rap Song. This Song Is Sung By Rafid Dewan. Music Created by JL Nayeem. This Song’s Lyrics And Tune were Created By Rafid Dewan.

Song Details
Song: Maula Diya Daw 
Artist: Rafid Dewan
Lyrics & Tune: Rafid Dewan
Music, Mix & Master: JL Nayeem
Singer: Rafid Dewan, Fardin Sakib, MD Sabbir Ahmed, Md Tanim, Sowrab Muhiyan, Prince Sabbir & Md Mukul.
Video Directed By: Rafid Dewan
Edit & Colore : Rafid Dewan
Cinematography: Mamun Islam
Maula Diya Daw Song Lyrics in Bengali
মওলা কাউরে দিছো টাকা 
মাওলা আমারে দিয়া দাও,
সবার মনের গোপন কথা 
আমারে কইয়া দাও।
কাম কাজ করতে ভাল লাগে না 
দেখলে আমার ঝাল লাগে,
কত জনের মাইয়া পড়ে
কাইসা কুইচা নিয়া দাও।
দিয়া দাও মাওলা দিয়া দাও
দিয়া দাও মাওলা দিয়া দাও।
মাওলা প্লেন দাও ট্রেন দাও 
কোন কিছু মানা নাই,
সবার আছে টাকার চোখ
আমার মত কানা নাই।
জানা নাই মানুষ এতো কেমনে পায়
হালার পায়ের উপরে পা তুইলা 
আরাম কইরা খাই।
ভাই গুনগুন করে কি কন 
মাথায় ছিট ছুটাছেনি,
আর কয়দিন থাকবেন অলস 
মাথায় জ্ঞানগুন আছেনি।
আপনি কইবেন চিলে কান নিয়ে গেছে 
আমি আমি হেডাই বিশ্বাস করুম,
যাই কন্যার টিলিক পাইরা 
হেডাই ভাবছেন ক্লিক করুম।
প্রথম করছি ভুল জীবনে উল্টা জুতা পিন্দা
এখন সবই করি ভুল ভাইএ বিশ্বাস করি জিন্দা।
আপনার ঘাড়ে চাপছে ভূত 
কথা কইয়া লাভ নাই কানে,
আপনি যে ভাই পকেট মারেন 
বাড়িত হেডা জানে।
নিজেই ফাটা কলস 
আবার আমারে কয় অলস!
সত্যি কথা কস না ব্যাটা 
আমারে দেখা জ্বলস।
ভাই আমার নতুন গাড়ি দেখছেন
হ দেখছি,
আমার বাপে কিনা দিছে!
ইস এমন একটা বাপ যদি মাই 
চাইতো আল্লাহর কাছে,
আজকে আমি থাকতাম গাড়ির ভিতরে 
ওই থাকতো নিচে।
মাওলা ওরে যখন দিছো গাড়ি 
কইতে লাগে শরম বারে,
আমি কি দোষ করছি মাওলা
একটাই তো দাওনা গাড়ি।
ওই মিয়া উডেন এখান থেকে উডেন
বাড়ির সামনে কি?
আর এক বেটার গর্ব দেখো 
বানাইছে এক বাড়ি।
তেল দিয়ে ঘুমায় মালিক 
ব্যাটায় করে চৌকিদারি,
এই বাড়ির সামনে বইছি দেখা
মাল্য একটা ঝাড়ি।
মাওলা আর কইরো না দেরি 
গাড়ি যখন দিবাই লগে যোগ কইরো বাড়ি।
মওলা কাউরে দিছো টাকা 
মাওলা আমারে দিয়া দাও,
সবার মনের গোপন কথা 
আমারে কইয়া দাও।
কাম কাজ করতে ভাল লাগে না 
দেখলে আমার ঝাল লাগে,
কত জনের মাইয়া পড়ে
কাইসা কুইচা নিয়া দাও।
দিয়া দাও মাওলা দিয়া দাও
দিয়া দাও মাওলা দিয়া দাও।
কইরে মালডি পইরা যাইবো
ভাই এইডা একটু ধরবেন?
দোয়া কইরা দিলাম  
আপনি ভাই একলাই পারবেন।
শালা কুইরা পো কুইরা পো
আবার আইস এনদিয়ে ঘুইরা
তোর মত কুইরা দিয়া শহর গেছে ভইরা।
আল্লাহ ১০০০ এর একশো নোটে 
একটা ব্যান্ডেল হয়,
একটা কইরা ১০০ বান্ডিল বেশি কারা কয়!
এক বস্তায় জায়গা হয়।
আশেপাশে বস্তা আছে 
রাস্তাও দেখি ফাঁকা,
আল্লাহ এবার যেহেতু ঠেকা 
খালি একটা বস্তা টাকা।
মিলায়া দাও ঘুইরা যাইবো 
আমার হাতের রেখা,
ভাইবা লই দাঁড়া, দুইডা আনবি পুরি
আর দুইডা সিঙ্গারা।
খাবার হইলো আল্লাহর দান 
টাকা পয়সা চাইবি না,
দিন তো ঘুরবো আমগো ব্যাটা 
তখন কি আর পাবি না।
এমন ডায়লগ নিত্তি নিত্তি 
ভাল্লাগেনা হুনতে,
টাকা যেদিন দিমু 
সেদিন ভালো লাগবে গুনতে।
ভাই কই যাও এত তাড়াহুড়ায়
বাসায় যাইরে বাসায়,
বাসায় কোন আশাই 
শরমে গাল গুলো দেখি লাল।
কোন ধ্যানে থাকো 
জানো না বিয়ে করছি কাল,
কন কি ভাবি কি ভাই সুন্দর?
কয়েন না ভাই কয়েন না 
এই লোকের আসর পরবো।
পোগদার মুগদার পিডিয়া 
কিন্তু সোজা করা ছাড়মু,
যা এন থাকা ভাগ
জাইগা সুন্দরী বউ বইসা আছে 
আবার করবো রাগ।
মওলা গাড়ি বাড়ি টাকা চাইছি 
ভাইবো না আর বউ চাইবো!
টাকার বস্তা ডাবল দিও 
তাতেই আমি সব পামু।
মুখের কথায় বিশ্বাসী না 
পারলে টাকা ক্যাশ দিও,
চাওয়ার জিনিস সব দিয়া 
সুন্দর একটা শেষ দিও।
কাউরে দিছো টাকা 
মাওলা আমারে দিয়া দাও,
সবার মনের গোপন কথা 
আমারে কইয়া দাও।
কাম কাজ করতে ভাল লাগে না 
দেখলে আমার ঝাল লাগে,
কত জনের মাইয়া পড়ে
কাইসা কুইচা নিয়ে দাও।
দিয়া দাও মাওলা দিয়া দাও
দিয়া দাও মাওলা দিয়া দাও।
মাওলা প্লেন দাও ট্রেন দাও 
কোন কিছু মানা নাই,
সবার আছে টাকার চোখ
আমার মত কানা নাই।
প্লেন দাও ট্রেন দাও 
কোন কিছু মানা নাই,
সবার আছে টাকার চোখ
আমার মত কানা নাই।
কাউরে দিছো টাকা 
মাওলা আমারে দিয়া দাও,
সবার মনের গোপন কথা 
আমারে কইয়া দাও।
কাম কাজ করতে ভাল লাগে না 
দেখলে আমার ঝাল লাগে,
কত জনের মাইয়া পড়ে
কাইসা কুইচা নিয়ে দাও।
দিয়া দাও মাওলা দিয়া দাও
দিয়া দাও মাওলা দিয়া দাও।

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button