Bangla Lyrics

Barir Kache Arshinagar Lyrics (বাড়ির কাছে আরশী নগর) Saif Zohan

Barir Kache Arshinagar Lyrics (বাড়ির কাছে আরশী নগর) Saif Zohan

Barir Kache Arshinagar Lyrics By Saif Zohan

Barir Kache Arshinagar Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Saif Zohan. Music Created by Shovon Roy. This Song’s Lyrics and Tune were Created By Fakir Lalon.

Song Details
Song : Barir Kache Arshinagar – বাড়ির কাছে আরশী নগর
Singer : Saif Zohan
Lyrics : Fakir Lalon
Tune :  Fakir Lalon
Music : Shovon Roy
Artwork : Saif Zohan
Animation Enamul Haque
Label: Saif Zohan

Barir Kache Arshinagar Song Lyrics in Bengali

বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বাঞ্ছা করি দেখব তারে
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে
আমি কেমনে সে গাঁয় যাই রে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
কি বলবো সেই পড়শির কথা
তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে
কি বলবো সেই পড়শির কথা
তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে
ও সে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
পড়শি যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে
ও সে লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে
বাড়ির কাছে আরশিনগর
সেথা এক পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে

বাড়ির কাছে আরশী নগর গানের লিরিক্স – সাইফ জোহান

barir kache arshinagar
setha ek porshi bosot kore
ami ekdino na dekhilam tare
barir kache arshinagar
setha ek porshi bosot kore
ami ekdino na dekhilam tare.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button