Bangla Lyrics
Amar Naam Palestine Lyrics (আমার নাম প্যালেস্টাইন) Shayan

Amar Naam Palestine Lyrics By Farzana Wahid Shayan
Amar Naam Palestine Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Shayan. Music Created by Shafikuzzaman Shawon. This Song’s Lyrics and Tune were Created By Farzana Wahid Shayan.
আমার নাম প্যালেস্টাইন গানের লিরিক্স। গানটি গেয়েছেন সায়ন। মিউজিক তৈরি করেছেন শফিকুজ্জামান শাওন। গানটির কথা ও সুর করেছেন ফারজানা ওয়াহিদ সায়ন।
Song Details
Song: Amar Naam Palestine – আমার নাম প্যালেস্টাইন
Singer: Shayan – সায়ন
Tune and Lyric: Farzana Wahid Shayan – ফারজানা ওয়াহিদ সায়ন
Arrangement, Mixing, Mastering – Shafikuzzaman Shawon – শফিকুজ্জামান শাওন
Lebel – Shayan
Amar Naam Palestine Song Lyrics in Bengali
আমার নাম প্যালেস্টাইন
আমার নাম প্যালেস্টাইন
মৃত্যু থেকেও আবার জেগে উঠি
নদী থেকে সমুদ্রতে
স্বাধীনতা আনতে আমি ছুটি
আমার নাম প্যালেস্টাইন
ফিনিক্স পাখির মতন জেগে উঠি
নদী থেকে সমুদ্রতে
স্বাধীনতা আনতে আমি ছুটি
আকাশ জুড়ে মাটি ফুঁড়ে
শুনতে পাচ্ছো তোমরা কি সেই কথা
নদী থেকে সমুদ্রতে
প্যালেস্টাইন আনবে স্বাধীনতা
প্যালেস্টাইন আনবে স্বাধীনতা
আমার নাম প্যালেস্টাইন
তুমি আমায় ডাকছো জঙ্গিবাদী
সন্ত্রাসী আর অপরাধী
কখনো বা জিহাদি ইত্যাদি
এই পৃথিবীর আছো যারা
অভিভাবক তাবড় মাতব্বর
আমার নাম প্যালেস্টাইন
ভুলে গেছো এটা আমারই ঘর
মনে রেখো এটা আমার ঘর
আমার নাম প্যালেস্টাইন
ছাড়বো নিয়ে আমার স্বাধীনতা
আমার মাটি লড়ে নেবো
এটাই আমার একমাত্র কথা
লড়তে লড়তে মরে যাবো
ধুলায় আমায় মিশিয়ে দিতে পারো
মাটির ভিতর মিশে গিয়েও
বলবো আমার প্যালেস্টাইন কে ছাড়ো
বলবো আমার প্যালেস্টাইন কে ছাড়ো
আমার নাম প্যালেস্টাইন
আমার মাটি করলে তুমি চুরি
অস্ত্রে শস্ত্রে গায়ের জোরে
যতই দেখাও হাজার বাহাদুরি
অনেক উঁচু পাঁচিল তুলে
যেই মাটি তে বানিয়ে নিলে ঘাঁটি
আমার নাম প্যালেস্টাইন
মনে রেখো ওটা আমারই মাটি
মনে রেখো ওটা আমারই মাটি
জঙ্গিবাদের তকমা দিয়ে
ভাবছো আমার হক টা নেবে কেড়ে
মারতে পারো মরতে পারি
কিন্তু আমার হক দেবো না ছেড়ে
আমার নাম প্যালেস্টাইন
দেখাও তোমার শক্তি আছে কত
আমার নাম প্যালেস্টাইন
আমি মাথা করবো না তো নত
আমার নাম প্যালেস্টাইন
আমি আমার মাটির জন্য লড়ি
আমার নাম প্যালেস্টাইন
আমি আমার মাটির জন্যে মরি
এই মাটিতেই বাঁচবো আমি
নিজের মত নিজের পরিচয়ে
আমার নাম প্যালেস্টাইন
ঝুঁকবো না তো আমি তোমার ভয়ে
আকাশ জুড়ে মাটি ফুঁড়ে
শুনতে পাচ্ছো তোমরা কি সেই কথা
নদী থেকে সমুদ্রতে
প্যালেস্টাইন আনবে স্বাধীনতা
আমার নাম প্যালেস্টাইন লিরিক্স – ফারজানা ওয়াহিদ সায়ন
Amar Naam Palestine
mrityu thekeo abar jege uthi
nodi theke somudro te
swadhinota aante ami chuti
amar naam palestine
phinix pakhir moton jege uthi
nodi theke somudro te
swadhinota ante ami chuti
akash jure mati fure
shunte paccho tomra ki sei kotha
nodi theke somudro te
palestine aanbe swadhinota.