Bangla Lyrics
Ore Mon Lyrics (ওরে মন) Porshi | Arfin Rumey

Ore Mon Lyrics By Porshi And Arfin Rumey
Ore Mon Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Porshi & Arfin Rumey. Music Created by Arfin Rumey. This Song’s Lyrics And Tune were Created By Anurup Aich and Arfin Rumey.
Song details:
Song : Ore Mon (ওরে মন )
Singer: Porshi & Arfin Rumey
Lyric: Anurup Aich
Tune: Arfin Rumey
Music Programming: Arfin Rumey
Category: Bengali song
Release date: Sept 18, 2023
Ore Mon Lyrics Song Lyrics in Bengali
এই বিকেলে তোকে ফেলে
যেতে চাইছে না মন
এই লগনে প্রেম গগনে
কাছে তোকে চাই ভীষণ
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
বেপরোয়া এই মনটা কে
তুই শিখালি বাঁধলি প্রেমে
তোকে দেখলেই এই দু চোখে
যেন স্বর্গ আসে নেমে
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
বেহায়া এই আবেজী
তাই পিছু ছারে না
তোর খুশিতেই আমি জিতে যাই
কখনো যে হারিনা
ওরে মন মন রে
ওরে মন
তোকে পেয়ে পেলাম আমি
নতুন প্রেম জীবন
ওরে মন মন রে
ওরে মন
তোকে ভালোবেসে কেবলি আমি
করতে পারি মরণ।
ওরে মন গানের লিরিক্স – পরশী ও আরফিন রুমি
ei bikale toke fele
jete chaiche na mon
ei logone prem gogone
kache toke chai vison
ore mon mon re
ore montoke peye pelam ami
notun prem jibon.