Bangla Lyrics
Mon Bhalo Hoye Jay Lyrics (মন ভালো হয়ে যায়) Tahsin Ahmed
Mon Bhalo Hoye Jay Lyrics (মন ভালো হয়ে যায়) Tahsin Ahmed
Mon Bhalo Hoye Jay Lyrics by Tahsin Ahmed
Mon Bhalo Hoa Jay Lyrics Is Bangla Song. This Song Is Sung By Tahsin Ahmed. Music Composed by Tahsin Ahmed. This Song Lyric And Tune was Created By Shomeshwar Oli And Tahsin Ahmed.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Mon Bhalo Hoa Jay – মন ভালো হয়ে যায়
Singer : Tahsin Ahmed
Lyrics : Shomeshwar Oli
Tune & Music : Tahsin Ahmed
Label : Soundtek
Cast : Apurbo and Mehjabin
Direction : Mizanur Rahman Aryan
Natok : Bhalo Theko Tumio
Mon Bhalo Hoye Jay Lyrics In Bengali
কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায়
অথবা কিছুক্ষন বসে থাকো নীরবতায়
একটু হাসো তুমি এতটুকু হালকা কথায়
চোখ বুজে থাকো যদি কবি কবি ভাবনায়।
বিকেল ফুরিয়ে গেলেও
কিছু আলো রয়ে যায়
তোমাকে দেখলেই আমার
মন ভালো হয়ে যায় – ২বার
নিজেকে লেখা চিঠি
পড়তে দেব তোমায়
তুমি খুব হাসবে বুঝি সেই
ছোটো ছোটো ঘটনায়।
আমি অল্পতে অভিমানী
অল্পতে মান ভেঙে যায়
আবোল তাবলেই আমি
তাই ভালোবাসি তোমায়।
বিকেল ফুরিয়ে গেলেও
কিছু আলো রয়ে যায়
তোমাকে দেখলেই আমার
মন ভালো হয়ে যায় – ২বার
কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায়
অথবা কিছুক্ষন বসে থাকো নীরবতায়
একটু হাসো তুমি এতটুকু হালকা কথায়
চোখ বুজে থাকো যদি কবি কবি ভাবনায়।
বিকেল ফুরিয়ে গেলেও
কিছু আলো রয়ে যায়
তোমাকে দেখলেই আমার
মন ভালো হয়ে যায় – ২বার
তোমাকে দেখলেই আমার
মন ভালো হয়ে যায়।
মন ভালো হয়ে যায় লিরিক্স
Kichu kotha bolo tumi sadharon vashay
Othoba kichukhon boshe thako nirobotay
Ektu haso tumi etotuku halka kothay
Chokh buje thako jodi kobi kobi vabonay
Bikel furiye geleo
kichu aalo roye jaay
Tomake dekhlei amar
Mon valo hoye jaay
Nijekei lekha chithi porte debo tomay
Tumi khub hasbe bujhi sei
choto choto ghotonay
Ami alpote obhimani
Olpote maan venge jaay
Abol tabolei ami tai valobashi tomay