Bangla Lyrics
Ghum Ghum Ei Chokhe Lyrics (ঘুম ঘুম এই চোখে) Abir Biswas

Ghum Ghum Ei Chokhe Lyrics by Abir Biswas
Ghum Ghum Ei Chokhe Lyrics Is a Bangla Romeo Movie Song. Starring: Dev and Subhasree Ganguly. This Song Is Sung By Shreya Ghosal & Sonu Nigam. Cover by Abir Biswas. Music Created by Jeet Ganguly. This Song’s Lyrics And Tune were Created By Jeet Ganguly.
Song Details
Song – Ghum Ghum Ei Chokhe (ঘুম ঘুম এই চোখে)
Movie Name – Romeo
Singer – Shreya Ghosal & Sonu Nigam
Cover by – Abir Biswas
Music Director – Jeet Ganguly
Director – Sujit Mondol
Producer – Shree Venkatesh Films
Presenter – Shrikant Mohta
Label – SVF Music
Ghum Ghum Ei Chokhe Song Lyrics in Bengali
ঘুম ঘুম এই চোখে
স্বপ্ন কে আঁকে তুমি,
ও.. নিঝুম দুপুরে
জাগিয়ে কে রাখে তুমি।
কাছে এসে আধো হেসে বলে যে,
চল যাই সব পেয়েছির দেশে
ছুঁয়ে যায় ভালোবেসে সে, তুমি ও..
ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা.. কেন অজানা
ও.. ঘুম ঘুম এই চোখে,
স্বপ্ন কে আঁকে তুমি।
সামনে, এলে তুমি
মুখে কুলুপ চোখ ভারী,
ইচ্ছে করে বলি, তবু বলতে কি পারি
ও.. চোখে চোখে সেই কথা
পড়তে কে পারে, তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা,
রয় অজানা.. কেন অজানা।
এইতো, আমি তবু
যেন নইতো আর সেই আমি,
স্বপ্নে চিঠি পাঠাই,
ঠিকানাহীন বেনামী।
মনে মনে তবু জানি, জানি
চিনবে আমাকে তুমি,
ও.. ঘুম ঘুম এই চোখে,
স্বপ্ন কে আঁকে তুমি।
তাকে খোঁজে বৃষ্টি চোখে
রূপকথা সে অচেনা,
ধরা দিয়েও দেয়না ধরা
জেনেও যে রয় অজানা।
Read more : Toka Dile Lyrics (টোকা দিলে) Shreya Ghoshal
ঘুম ঘুম এই চোখে গানের লিরিক্স
Ghum ghum ei chokhe
Shopno ke anke Tumi
Nijhum dupure
jagiye ke rakhe Tumi.
Kache ese adho hese bole je
Cholo jai sob peyechir deshe
Chuye jay valobeshe se tumi o
Ghum ghum ei chokhe
Swapno ke anke Tumi.
Take khonje brishti chokhe
Rupkatha se achena
Dhora diyeo deyna dhora
Jeneo je roy ojana
Roy ojana Keno ojana
Ghum ghum ei chokhe
Swapno ke ake Tumi.