Bangla Lyrics
Awbawsh Lyrics (অবশ) Anupam Roy | Adrishyo Nagordolar Trip

Awbawsh Lyrics By Anupam Roy From Adrishyo Nagordolar Trip
Awbawsh Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anupam Roy. Music Created by Anupam Roy. This Song Lyrics And Tune was Created By Anupam Roy.
Song Details
Song : Awbawsh – অবশ
Album : Adrishyo Nagordolar Trip
Music, Lyrics and Vocals : Anupam Roy
Arrangement, programming & guitar : Ritaprabha “Ratul” Ray
Recorded by : Debojit Sengupta
Mixed and mastered by : Srirup Chatterjee
Directed by : Souradeepta Chowdhury
Cinematography : Souradeepta Chowdhury & Soumyajit Karmakar
Stills & Bts : Rahul Ghosh
Edit di & colourist : Souradeepta Chowdhury
Label : Anupam Roy
অবশ লিরিক্স – অনুপম রায়
আমায় তুমি অবশ করে দাও
goodbye বলার আগেই চলে যাও
গায়ে লেগে থাকে তোমার ঘ্রাণ
মাটির সুরে বাঁধি তোমার গান।
তোমার খোলা চুলে নুড়ি ঝড়
আমি খুঁজি তোমার ভেতর ঘর
আমাকে যেতে দাও
তোমার চিন্তার সিঁড়ি বেয়ে
মাথার ভেতরে
তোমার আলো গুলো জ্বলে নেভে।
আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল
ক্লান্ত দুচোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল।
আমায় ছাদের ধারে নিয়ে যাও
পায়ের নিচের জমি কেড়ে নাও
আমার গলার টোনে চাপা রাগ
তোমার কলার বোন এ কিসের দাগ।
আমাকে যেতে দাও
তোমার চিন্তার সিঁড়ি বেয়ে
মাথার ভেতরে
তোমার আলো গুলো জ্বলে নেভে।
আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল
ক্লান্ত দুচোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল।
Awbawsh Lyrics In Bengali
Amay tumi Awbawsh kore dao
Goodbye bolar agei chole jao
Gaaye lege thake tomar ghran
Matir sure bandhi tomar gaan
Tomar khola chule nuri jhor
Ami khuji tomar bhetor ghor
Amake jete dao
Tomar chintar siri beye
Mathar bhetore
Tomar aalo gulo jwole nebhe
Amar e mone bharate rakhi na
Bichana pata ache kotokal
Klanto duchokhe amar aakuti
Tumi kebol koro na kheyal
Amay chhader dhare niye jao
Paayer nicher jomi kere nao
Amar golar tone e chapa raag
Tomar collarbone e kiser daag.
অবশ গানটি গেয়েছেন অনুপম রায়। মিউজিক তৈরি করেছেন অনুপম রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন অনুপম রায়।