Bangla Lyrics
Amra Shobai Chithi Lyrics (আমরা সবাই চিঠি) Durnibar Saha | Dakghor

Amra Shobai Chithi Lyrics By Durnibar Saha From Dakghor
Amra Shobai Chithi Lyrics Is a Bangla Dakghor Movie Song. This Song Is Sung By Durnibar Saha. Music Created by Shibasish Banerjee. This Song Lyrics was Created By Akash Chakrabarty.
Song Details
Song: Amra Shobai Chithi – আমরা সবাই চিঠি
Singer: Durnibar Saha
Movie: Dakghor
Lyrics: Akash Chakrabarty
Music Composer and Arranger: Shibasish Banerjee
Label: SVF Music
আমরা সবাই চিঠি গানের লিরিক্স – দুর্নিবার সাহা
চিঠির মতো চিনে চিনে
তোমার বাড়ির পথে যাই যদি
জানাতে চাই ভিতর ভিতর
উথাল পাথাল হল কথার নদী
বাইরে খামে ডাকের টিকিট
শান্ত হাতে নাম ঠিকানা লেখা
ভিতর কাঁপে অপেক্ষাতে
কখন চিঠি পাবে তোমার দেখা
আমরা সবাই চিঠি রে ভাই
ডাকের টানে যাই ভেসে যাই
বলতে ডরাই মুখ বুজে তাই
প্রেমের ডাকে যাই ভেসে যাই
কয়দিনে মুখ খুলবে চিঠির
কেউ জানে না
কয় জোড়া হাত ঘুরে
কারোর চিঠির অল্প যাবে
কারোর চিঠি যাবে অনেকদূরে
কারোর চিঠি ফিরবে ঘরে
ছটফটানো মনের কোন ভুলে
আমার চিঠি শিউরে উঠে
খামের গায়ে তোমার আঙ্গুল ছুঁলে
আমরা সবাই চিঠি রে ভাই
ডাকের টানে যাই ভেসে যাই
বলতে ডরাই মুখ বুজে তাই
প্রেমের ডাকে যাই ভেসে যাই – ২
Amra Shobai Chithi Song Lyrics in Bengali
Chithir moto chine chine
tomar barir pothe jaai jodi
janate chai vitor vitor
uthal pathal holo kothar nodi
baire khame daker ticket
shanto haate naam thikana lekha
vitor kaape opekha te
kokhon chithi paabe tomar dekha
amra sobai chithi re bhai
daaker taane jaai vese jaai
bolte dorai mukh buje taai
premer daake jaai vese jaai
koydine mukh khulbe chithir
keu jane na
koy jora haat ghure
karor chithir olpo jaabe
karor chithi jabe onekdure
karor chithi firbe ghore
chotfotano moner kono bhule
amar chithi shiure uthe.
আমরা সবাই চিঠি গানটি গেয়েছেন দুর্নিবার সাহা। মিউজিক তৈরি করেছেন শিবাশিষ ব্যানার্জি। এই গানের কথা তৈরি করেছেন আকাশ চক্রবর্তী।