Bangla Lyrics
O Dibana Mon Lyrics (ও দিবানা মন) Iman Chakraborty | Rituparna Sengupta | Srila
O Dibana Mon Lyrics By Iman Chakraborty And Rituparna Sengupta
O Dibana Mon Lyrics Is Bangla Nachbo Ami Gaibe Tumi Album Song. This Song Is Sung By Iman Chakraborty. Music Composed by Ashok Bhadra. This Song Lyric was Created By Deba Prasad Chakraborty.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : O Dibana Mon – ও দিবানা মন
Album Name : Nachbo Ami Gaibe Tumi
Singer : Iman Chakraborty
Composition : Ashok Bhadra
Lyrics : Deba Prasad Chakraborty
Label : Times Music Bangla
O Dibana Mon Song Lyrics In Bengali
আজ একটু প্রাণের কথা বলি গো
এই তো বাতাসটাতে ঘোর লেগেছে
শোনো কি কথা বলছে সে।
চোখে নেশার কাজল
কে যেন পরিয়ে দিলো
এ নেশা ভালোবাসার নেশা
এ নেশা সর্বনাশের নেশা গো।
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন
কোথায় গিয়ে যাই হারিয়ে
কেউ তা জানে না
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।
দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে।
ও দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে।
নাচের বোলে পাগল হোলে
দোষ কেউ দিও না
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।
কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে।
হুম কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে।
ভালোবাসার আগুনটা তো
জ্বলে নেভে না
ও দিবানা মন
নাচে মন কি করি এখন
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।
ও দিবানা মন গানের লিরিক্স – ইমন চক্রবর্তী
O dibana mon
Nachi aay madol baje shon
Dustu banshi bajlo jokhon
Daklo ke je dure tokhon
Kothay giye jai hariye
Keu taa jane na
O diwana mon
Nache mon ki kori ekhon
Dol bendhe aaj uthi mete
Khushir tufan tule
Paaye paaye jai miliye
Kaal ki hobe bhule
nache boley pagol hole
Dosh keu diyo na
Kar kotha je vebe vebe
Chomok laage gaaye
Rinik jhinik chowa laage
Aalta pora paaye
Valobashar aagunta toh
Jwole nebhe na.