Islamic Song
Rasul Amar Valobasha Lyrics (রাসূল আমার ভালোবাসা) Tariq Munawar | Iqbal HJ
Rasul Amar Valobasha Gojol Lyrics By Allama Tariq Munawar And Iqbal HJ
Rasul Amar Valobasha Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Allama Tariq Munawar And Iqbal HJ. This Song Lyric And Tune was Created By Motiur Rahman Mollik.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Rasul Amar Valobasha – রাসূল আমার ভালোবাসা
Artist: Allama Tariq Munawar & Iqbal HJ
Lyrics & Tune: Motiur Rahman Mollik
Music Director: Parvez juwel
Original Song Credit: Motiur Rahman Mollik
GFX: Saad Al Amin
Assistant Director: Anis Ahmed, Saad Al Amin
Director: H Al Haadi
Lyric Translation: Abdul Fattah Saki & Abu Abdullah
Management Team: Shopnil Sozib, Aminul Islam Nasir
Rasul Amar Valobasha Gojol Lyrics In Bengali
হৃদয়ের এই প্রান্ত হতে
সালাম জানাই হে রাসূল
রাসূল আমার ভালোবাসা
রাসূল আমার আলো আশা
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন জুড়ে
বিপদ আপদ মসিবতে
মরি পুড়ে পুড়ে
তখন তোমার শৈশব কৈশোর
জুড়ায় যন্ত্রনা।
তিনি নন তো শুধু আরবের
নন কোনো চিহ্নত সীমানার
নন শুধু বিস্তৃত আজমের
তিনি নন তো শুধু আরবের।
কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম
দুঃখ হায়রে দুঃখ ছাড়া
আর কিছু না পেলাম
তাইতো শুধু
তাইতো শুধু মনে পড়ে
সোঁনার মাদিনা।
ও গো ও কামলিওয়ালা
ইয়া নবি সাল্লি আ’লা
তোমারে মনে পড়েছে
তোমারে মনে পড়েছে।
কিযে কি মন্ত্রনাতে
অসহ যন্ত্রণাতে
মন আমার তোমায় সরেছে
তোমারে মনে পড়েছে
আশাহত জীবন যখন
দুর্বিষহ লাগে।
ব্যর্থ এবং পরাজিত
স্মৃতি গুলো জাগে
তখন তোমার বদর ওহুদ
জোগায় সান্ত্বনা।
রাসূল আমার ভালোবাসা গজল লিরিক্স
hridoyer ai pranto hote
salam janai he rasul
rasul amar valobasha.
rasul amar alo asha
rasul amar prem biroher mul alochona
rasul amar kaje korme anuprerona.