Bangla Lyrics
Mayar Kangal Lyrics (মায়ার কাঙাল) Ishan Mitra | Olpo Holeo Sotti
Mayar Kangal Lyrics (মায়ার কাঙাল) Ishan Mitra | Olpo Holeo Sotti
Mayar Kangal Lyrics by Ishan Mitra
Mayar Kangal Lyrics Is Bangla Song from Olpo Holeo Sotti Movie. This Song Is Sung By Ishan Mitra. Music Composed by Amit and Ishan. This Song lyric & Tune was Created By Asif Iqbal.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song Name : Mayar Kangal
Film Name : Olpo Holeo Sotti
Singer : Ishan Mitra
Music : Amit and Ishan
Lyrics : Asif Iqbal
Mixing and Mastering : Amit Chatterjee
Direction : Soumojit Adak
Dop : Tuhin
Story : Anubhav Ghosh
Presenter : Ankit Das And Suresh Tolani
Produced by : Roop Production & Entertainment
Music Label : Gan Goppo
Mayar Kangal Lyrics In Bengali
মায়ার কাঙাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া
মায়ার কাঙ্গাল আমি চিরদিন
বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে
আমায় ভালোবেসেছিলো যারা
আমায় ভালোবেসেছিলো যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ
ও.. ও..
ধরে ধরে হেঁটেছিলো
কাছে ছিল বলেছিল বুঝেছিলো
চরাচরে
ধরে ধরে হেঁটেছিল
কাছে ছিল বলেছিলো বুঝেছিল
চরাচরে।
তাদের লুকিয়ে রেখেছিলো
মনের গোপন ঘরে
আমি আজও বেঁচে আছি
আমার মতো করে
ঘুম হারা, ঘুম হারা।
কেউ রয়ে গেছে, কেউ হারিয়েছে
কেউ ভুল বুঝে ফিরে গেছে
আমায় ভালোবেসেছিল যারা
আমায় ভালোবেসেছিল যারা।
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ,
কিছু পথ দূর পথ
কি শপথ ছায়াপথ
ও.. ও..
মায়ার কাঙাল লিরিক্স
Mayar kangal ami chirodin
Bujhini kichu valobasha chara
Keu roye geche keu hariyeche
Keu bhule bujhe phire geche
Amay valobesechilo jara
Amay bhalobesechilo jara
Kichu poth dur poth
Ki shopoth chayapoth
dhore dhore hetechilo
Kache chilo bolechilo bujhechilo
chorachore dhore dhore hetechilo
Tader lukiye rekhechilo
Moner gopon ghore
Ami aajo beche achi
Amar moto kore
Ghum hara