Bangla Lyrics
Aj Hothat Lyrics (আজ হঠাৎ) Raian Afridi | Sad Song
Aj Hothat Lyrics (আজ হঠাৎ) Raian Afridi | Sad Song

Aj Hothat Lyrics By Raian Afridi
Aj Hothat Lyrics Is Bangla Song.This Song Is Sung By Raian Afridi.This Song Lyrics And Tune Created By Raian Afridi & Shakirzn.
Song Dtails
Song : Aj Hothat
Singer : Raian Afridi
Lyrics & Tune : Raian Afridi & Shakirzn
Composer : Rosen
Photography & Edit : Saqlien Reza
Directed by : Shakirzn
Video Edit & Design : Abrar Spondon
Cast : Saima Parveen, Shakirzn, Raian Afridi
Produced by : Raian Afridi
Aj Hothat Song Lyrics In Bengali
আজ হঠাৎ তোমায় হলো দেখা
সে তোমায় ভালবাসে,
সবই এক তবু বদলে গেল সবই
যেন হাঁটছি দুজন দুপথে।
বেঁচে থাকে রাত একটি প্রাণ
ছোঁয়াও তোমার সে হাতে,
তবু আমি ভালবাসি
তোমাকে. . .
আমার মনে শুধু তুমি. . . .তুমিই
তোমার মনে নেই আর এই আমি,
আমার লেখা গানে তুমি. . . .তুমিই
তোমার ভুলে যাওয়া নাম আমি।
ভিজে যাও তার হাত ধরে
ঝড়ে ভেঙে যাওয়া ঘর আমি ,
অধিকার তোমার ছিল সবই
আজও তুমি সেই অভিমানী।
কেটে যায় আরেকটি রাত
বসে আমি আজ একাকার,
খুঁজি তোমায় আমার
পাশে. . .
আমার মনে শুধু তুমি. . . .তুমিই
তোমার মনে নেই আর এই আমি,
আমার আঁকা ছবি তুমি. . .তুমিই
তোমার মুছে দেওয়া রঙ আমি।
তুমিও আরও একটিবার
পেছনে ফিরে তাকাবার,
অভিনয় আমায়
শেখালে. . .
আমার ভালবাসা তুমি. . . তুমি
তোমার জমে থাকা ভুল আমি,
আমার দেখা স্বপ্ন তুমি. . .তুমিই
তোমার মনে নেই আর এই আমি।
আজ হঠাৎ লিরিক্স