Bangla Lyricsdekha-hobe-taratari-lyricsShubharambha
Dekha Hobe Taratari Lyrics (দেখা হবে তাড়াতাড়ি) Debanjan Dhar
Dekha Hobe Taratari Lyrics (দেখা হবে তাড়াতাড়ি) Debanjan Dhar
Dekha Hobe Taratari Lyrics Is Bengali Shubharambha Hoichoi Web Series Song. This Song Is Sung By Debanjan Dhar.This Song Lyrics Created By Debanjan Dhar.
Song Dtails
Song : Dekha Hobe Taratari
Web Series : Shubharambha
Vocals, Composition, Lyrics : Debanjan Dhar
Director : Abhijit Chowdhury
DOP : Subhadeep Dey
Written by : Arkadeep Nath
Production : Storiboat Productions LLP
Label : SVF Music
Dekha Hobe Taratari Lyrics By Debanjan Dhar
দেখা হবে তাড়াতাড়ি
তবে তাড়াহুড়ো নেই যে আর,
দেখা হবে কালই
ছবিগুলো নিয়ে যাবো আর।
অচিরে অচিরে
হৃদয়ে হলফনামা,
বদলাবে ঠিকানা তোমার।
আরো একটু আধুনিক
হতে পারলে হতো ভালো,
তুমি এতটা স্বাভাবিক
অমলীন উদ্ভাসিত আলো।
তিমিরে ফিরে
শেখানো হবে আয়নায়,
মেপে মেপে বাসতে ভালো।
আগে থেকে বলে রাখি
আমি রাখবোনা খবর তোমার,
সামাজিক মাধ্যমে
খুঁজবোনা মিথ্যে উপচার।
শুধু প্রহরে প্রহরে
প্রতিধ্বনি তোমার নামে,
নালিশে নালিশে পাহাড়
শুনবে নালিশে নালিশে পাহাড়।
দেখা হবে তাড়াতাড়ি লিরিক্স – শুভারম্ভ
Dekha hobe taratari
Tob tarahuro nei je aar
Dekha hobe kaali
Chobi gulo niye jabo aar
Ochire ochire hridoye holofnama
Bodlabe thikana tomar