Bangla LyricsMahtim Shakib
Koma Dari Song Lyrics (কমা দাড়ি) Mahtim Shakib
Koma Dari Song Lyrics (কমা দাড়ি) Mahtim Shakib

Koma Dari Lyrics By Mahtim Shakib
Koma Dari Lyrics Is Bangla Song.This Song Is Sung By Mahtim Shakib.This Song Lyrics Created By Maruf Hasan.
Song Dtails
Song : Koma Dari
Artist : Mahtim Shakib
Compositions : Joy Shahriar
Lyrics : Maruf Hasan
Music Arrangements : Joy Shahriar
Label : Splash Premier
Koma Dari Song Bangla Lyrics
ভাবছি আমি কেমন করে
মনটা তোমার চাইতে পারি,
কোন কথাটা বলবো তোমায়
কোথায় দেবো কমা দাড়ি।
কোথায় তোমার মনের পাড়া ?
কোথায় তোমার মনের বাড়ি ?
খুঁজতে গিয়ে রাখিনা খোঁজ
কতটা পথ দিলাম পাড়ি।
ভাবছি আমি কেমন করে
মনটা তোমার চাইতে পারি,
কোন কথাটা বলবো তোমায়
কোথায় দেবো কমা দাড়ি।।
কথায় মুখর হবার আগে
নীরবতার পাল উড়িয়ে,
ভাবতে আমার ভালোই লাগে
আদ্যপান্ত তোমায় নিয়ে।
কোথায় তোমার মনের পাড়া ?
কোথায় তোমার মনের বাড়ি ?
খুঁজতে গিয়ে রাখিনা খোঁজ
কতটা পথ দিলাম পাড়ি।
ভাবছি আমি কেমন করে
মনটা তোমার চাইতে পারি,
কোন কথাটা বলবো তোমায়
কোথায় দেবো কমা দাঁড়ি।।
তুমিও কি ভাবছো আমায়
আমার মতো এমন করে ?
আমার জন্য তোমার কি
অস্থিরতা আঠপ্রহরে।
কোথায় তোমার মনের পাড়া?
কোথায় তোমার মনের বাড়ি?
খুঁজতে গিয়ে রাখিনা খোঁজ
কতটা পথ দিলাম পাড়ি।
ভাবছি আমি কেমন করে
মনটা তোমার চাইতে পারি,
কোন কথাটা বলবো তোমায়
কোথায় দেবো কমা দাঁড়ি।।
কমা দাড়ি লিরিক্স – মাহতিম সাকিব
Vabchi ami kemon kore
Monta tomar chaite pari
Kon kothata bolbo tomay
Kothay debo koma dari
Kothay tomar moner para
KOthay tomar moner bari
Khujte giye rakhina khoj
Kotota poth dilam pari
Kothay mukhor hobar agey
Nirobotar paal uriye
Vabte amar valoi laage
Addyopanto tomay niye
Tumio ki vabco amay
AMar moto emon kore
AMar jonno tomar ki
Oshthirota aathprohore