Bangla Lyrics
Janina Ki Gaibo Ami Lyrics (জানিনা কি গাইবো আমি) Manu | Nater Guru
Janina Ki Gaibo Ami Lyrics (জানিনা কি গাইবো আমি) Manu | Nater Guru
Janina Ki Gaibo Ami Lyrics By Manu Erom Nater Guru Movie
Janina Ki Gaibo Ami Lyrics Is Bangla Nater Guru Movie Song. This Song Is Sung By Manu. This Song lyric was Created By Gautam Susmit.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Janina Ki Gaibo Ami
Movie : Nater Guru (2003)
Singer : Manu
Music by : S. P. Venkatesh
Lyricist : Gautam Susmit
Director : Haranath Chakraborty
Janina Ki Gaibo Ami Song Lyrics In Bengali
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
বুকে সুধু হাহাকার
সেইতো সাথি আমার,
কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই
সুর সব হারালো কোথায়।
জন্ম দিলো যে
সেই মা কে দেখিনি,
মা’র স্নেহ ভালবাসা
কখোনো বুঝিনি।
বুক চাপা কান্না
আকাশে তারা দেখে,
জীবন পথে পথে
খুঁজে গেছি মা কে,
কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই
সুর সব হারালো কোথায় ..
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ।
আ আ.. আ আ.. আ আ.
যাকে দেখে মা বলে
মনে মনে ডেকেছি,
সত্যি কি সে চরণ
আমি ছুঁতে পেরেছি।
হাত বাড়ালেও সেই
প্রতিমার ও চরণ,
রয়ে যায় বহুদূর
কপালের এ কি লিখন,
কেমন করে ছিন্নবীনা
তুলবো যে সুর তোমার কথায়,
কেউ জানে না সেই
সুর সব হারালো কোথায়,
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ,
জানিনা কি গাইবো আমি
ভুলে গাছি আজ।
জানিনা কি গাইবো আমি লিরিক্স
Jani na ki gaibo ami
Bhule gechi aaj
Buke shudhu hahakar
Seito sathi amar
Kemon kore chinnhobina
Tulbo je sur tomar kothay
Keu jane na sei
Sur sob haralo kothay
Jonmo dilo je sei maa ke dekhini
Maar sneho valobasha kokhono bujhini
Buk chapa kanna akashe tara dekhe
Jibon pothe pothe khuje gechi maa ke