Bangla Lyrics

Nun Khaya Beimani Lyrics (নুন খাইয়া বেইমানি) Rizan | Parvez | Discount

Nun Khaya Beimani Lyrics (নুন খাইয়া বেইমানি) Rizan | Parvez | Discount

Nun Khaya Beimani Lyrics (নুন খাইয়া বেইমানি) Rizan | Parvez | Discount 

Nun Khaya Beimani Lyrics By Rizan And Parvez

Nun Khaya Beimani Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mr. Rizan. Music Composed by Anabolic Beatz. This Song lyric was Created By Mr. Rizan.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।


Song Details
Song : Mr. Rizan
Lyrics : Mr. Rizan
Music : Anabolic Beatz
Video Edit BY  : Parvez Johan
Label : Parvez Johan Official

Nun Khaya Beimani Lyrics In Bengali

ওস্তাদ আপনি গুরু আমি শিষ্য
বুদ্ধি আমার কম
আহেন আস্তে কইরা বইয়া
হাত ধরাইয়া লই বং

ধোয়ায় ধোয়ায় উড়ে মন
ফ্রি মাইন্ডে যতক্ষণ
আস্তে করে ফিলডা গোলায়
যাকগা মনেরই মতন

জাগো পিন্দনে নাই কাপড়
ওগো কথায় কথায় ফাপর
যত বড় ভাই গো দাপট
নাই কোন জায়গায় সাপোর্ট

তাই ভাই কেচালে
পইরা যাবে পেচালে
নরমের গরম বেশি
হরন তরন ক্যাচালে

তাই সিদা খারাপের দেশে
নারায়ণগঞ্জ বাংলাদেশ এহেনে
ভালো-মন্দ বুঝি কম
থাকি হাই নেছে এই

ভাই বন্ধুর মেলে পাড়া 
থেকে মারমু ডিল
ভয় পেলে সজনী দরজায়
লাগাই রাখিস খিল

সর্বনাশ সর্বনাশি বর্তমান
খারাপ হইলো রাশি
ভালো লাইগা গেছে বাশি
টাইননা শুরে যাই বহু দূরে

তো পানি খাওয়া লাভ
কি দেখ মাথা ঘুরে এই
খিসকে খারাপ বদ্দায় চন্দ্র
আমগো বাজাইরা বুঝ কমিদে

ওলি  গলি চরাইয়া খাই
নিজেগে রোস্তমি তে
হাসি মুখ দেইখা যাগো 
মনে লাগবো জ্বালা

অগনেইগা কোনো বাই
নাইকা দুশমনি বালা
এ দিকে কুত্তায় চিলায়
পিস পিস দা

তগো লেইগা ডিস মিস দা এই
এলাচ মাইরা তাজাইছিনি
তগো লেইগা কিস মিস নাই
দুই চাইট্টা লিস বিস নাই

বহুত পারোস আইচ্ছা বাজান
বাদ দে এলা কাইজা
ওই তোর মায় বিচারায়
তুই বাইতে যা কিরে

কইরে হিয়াল কুত্তার ঝাক
আমগো খবর বার্তা রাখ
তরে ছাড়া কোন জাগাটা
জানি লাগে একটু ফাল

কর্মকান্ডে কিরে ভন্ড
তগো যাএা এনই শেষ
উপকারের অপকারে হাতটা
পুরা ভইরা দেছ

এনদা নুরার বুঝটা পুরা
ভাইয়া আলির বুঝটাই খালি
পরের লাইগা খুইদা কুয়া
অনদা নিজেই পইরা গেলি

নুন খাইয়া বেইমানি
নাইকো আমগো ধর্মে
কোনডা অরিজিনাল জিনিস
এইডা হদিশ পাবি কর্মে

এতো চর্বি জইমা গেছে শরীলে
থাকতারোস না গরমমে
বারি এমন জায়গা দিমু
কাউরে কইতারবি না শরমমে

তাহলে লইতারবি না জ্বালা
এনদা বিদায় লওয়াই ভালা
যেমন তেমন খেলা
বিসমিল্লাহ কইয়াই চালা

মুখের জবান হইল ছলিট দাদা
এক বাপেরি পোলা তাইলে লো
এইবার ঠেপা ঠেপি থামা
উপরে লোহা নিচে তামা

এইডা হাই ভোল্ডের বোমা
ডিরেক্ট সই তগো খোমা
মসাইর হইছে হপার কশা
বান্দরে আনতে গেছে কলা

পুতের ভাত জুটে না মাংগে
আবার চোখে নিলা খেলা
পোলার ভাত জোটে না মাংগে
আবার বিয়ার লেইগা কান্দে

কি যুগ আইলো হতার রংঙ্গে
কাপড় থাকতে চায় না অঙ্গে
বাচে না রংঙ্গে
খেরের পুটকি চেরেই

আবার উপটায় দেয় ডংঙ্গে
হরন করন আতকা মরন
ফাও পাইলে কিসের শরম
পরের তাওয়ায় রুটি গরম

ইস্টার্ট করেন পাট আর পাট
চোখ ধইরা অভিশাপ
ওই তুই পেচ লাগাইছ না দিলে
না খাওয়া যাইতে চাইছ না ফিলে

আমরা যাতে মাতাল হইলেও
পাগলের কথার হিসাব মিলে
তগো খেলা হইবো যবে
ওই দিন আমগোই দেখবি টপে

পারলে হিগাইছ নাইলে জিগাইছ
রাব্বি ডাউন আছিলো কবে
ভাবিস না তুই
কথার আগুন আমগো
বেগুন পুরাই খাবি

আমগো পিয়র ধোয়া পাইলে
শিয়র ধংস হইয়া যাবি
তুই লো ছাগোলের ৩নাম্বার বাচ্চা
একটু বেশি পারোস ফাল

মাগনা খেতের মরিচ চাবাইয়া
কইলজায় লাগছে ঝাল
আয় হায় আমি কিছু কইলেই
আপনার পেটে লাগে লারা

নগদে হোগা মারতে
বাংঙ্গালি তো এক পায়ে খারা এই
সগিরে চিপায় চাপায় দেইখালাইলে
পারসোনালি মেটার

তাইলে নাশকতার দরকার কি ভাই
অপেনলি তো বেটার এইরে
আরে মনের দুঃখে বনে গেলো
চিনলো না কেন বান্দরে

আসর ছাইরা গেলে মামায়
বসত লইয়া বাসর করে
জিনো হেনো দালাল ধইরা
সকাল বিকাল নাস্তা করে

আইটেম বম সব দম
গেনা পেচাল কম
অতি সইয়ালে ভবিষ্যৎ উজ্বল
আইটেম বম সট পিস

বহু মূল্যবান জিনিস
বুইজা নিস একটু খিচ
কি কাজ বুঝাই দিলাম
রিজান  উই মামা লুচি

আইয়া পরছি ভাগিস নি
হালায় জয়েন্ডে মামায় 
দিমু জ্বালাইয়া
সিদ্ধির ধুয়াতে কুবুদ্ধি
তগো যাইবো পলাইয়া

ধুয়ায় কইরালাইছি আন্ধার দোহাই লেংটা
খেলবি নিমাই আদবে
ভুলেও করিস না বেয়াদবি
সমানে নেসার টেসার নিমায় শান্তি
হবি আয় হায় এক টানে দুই টানে

তিন টানে হাই এক খিচ টান দিয়া
বুইরা তিন ঘন্টা নাই কয়
গানজা খাইলেই খালি খাই খাই
আর দে তো ভাই চম্পার মুখে তো

রুচি নাই মাদক মুক্ত কুতুবপুর চাই
আসেন সবুজ গাছ লাগায়
পরিবেশ বাচাই
তামাক খা কথা শুনলে লাগে খারাপ

তাহলে বাসায় গিয়া দুধ খা
বইছি পাগলের জম্ফা
আয় আয় বাইচা গুইচা লই
হালায় তুলশি বাংলা মালে ভর পুরে

এই আমার কলশি বদিত বয়
আপনে বদিত বইয়া বদি কম লোন
কম বইয়া দোম লইয়া
একটু সিদ্ধি টাইনা লোন

কারন সব সিদ্ধির আসরে স্বাগতম
নিমাই চলবো ৩০বাত্তি জ্বলবো যতক্ষণ
এদিকে এদিকে হাই পুরা নাই দেখ

নুন খাইয়া বেইমানি
নাইকো আমগো ধর্মে
কোনডা অরিজিনাল জিনিস
এইডা হদিশ পাবি কর্মে

এতো চর্বি জইমা গেছে শরীলে
থাকতারোস না গরমমে
বারি এমন জায়গা দিমু
কাউরে কইতারবি না শরমমে

তাহলে লইতারবি না জ্বালা
এনদা বিদায় লওয়াই ভালা
যেমন তেমন খেলা
বিসমিল্লাহ কইয়াই চালা

মুখের জবান হইল ছলিট দাদা
এক বাপেরি পোলা তাইলে লো

নুন খাইয়া বেইমানি লিরিক্স

asthad apni guru ami shesho
budthe amar kom
ahan asthay koira boiya
hat dhraiya loi bong.

duay duay ura mon
free minday jotokhon
astay kore fellda golai
jakga monere moton. 

jago pindonai nai kapor
og kothai kothai fapor
joto boro vai go thepot
nai kono jaigai sapot.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button