Bangla Lyrics
Kanba Niralate Lyrics (কানবা নিরালাতে) Akash Mahmud
Kanba Niralate Lyrics (কানবা নিরালাতে) Akash Mahmud
Kanba Niralate Lyrics by Akash Mahmud
Kanba Niralate Lyrics Is Bangla Song. This Song Is Sung By Akash Mahmud. Music Composed by Akash Mahmud. This Song Lyric And Tune was Created By Ashique Mahmud And Akash Mahmud.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Kanba Niralate – কানবা নিরালাতে
Singer : Akash Mahmud
Lyric : Ashique Mahmud
Tune & Music : Akash Mahmud
Label : MR BestMedia
Kanba Niralate Lyrics In Bengali
আমি তো তাও কান্দি পথে পথে
তুমি বন্ধু কানবা নিরালাতে
আমি তো তাও কান্দি পথে পথে
তুমি একদিন কানবা নিরালাতে
পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
আমায় পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
পারলাম নারে জীবনের রং মিলাতে
তুমি বন্ধু কানবা নিরালাতে
আমি তো তাও কান্দি পথে পথে
দেইখো তুমি কানবা নিরালাতে
বনে লাগলে আগুন দেখে সবাই চোখে
মনের আগুন দেখে নারে কেউ
একলা পুড়ি কেমন আমি ধুঁকে ধুঁকে
ছোট্ট বুকে পাহাড় সমান ঢেউ
পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
আমায় পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
পারবা কি আর সুখের সেইদিন ফিরাতে
দেইখো তুমি কানবা নিরালাতে
আমি তবু কান্দি পথে পথে
তুমি বন্ধু কানবা নিরালাতে
আমার মনে কইরা ক্ষত ঘুমাও তুমি সুখে
মরার মত এই জীবন বাঁচে
কষ্ট ছিলো যত থাকবো রে থাক বুকে
দিলাম বিচার আল্লাহর কাছে
পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
আমায় পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
একবারো কি ভাবছিলা রে ঠকাতে
তুমি একদিন কানবা নিরালাতে
আমি তো তাও কান্দি পথে পথে
তুমি বন্ধু কানবা নিরালাতে
পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
আমায় পাইয়া বোকা কেমনে দিলা রে ধোঁকা
পারলাম নারে জীবনের রং মিলাতে
তুমি বন্ধু কানবা নিরালাতে
আমি তো তাও কান্দি পথে পথে
দেইখো তুমি কানবা নিরালাতে
কানবা নিরালাতে লিরিক্স
Ami to tao kandi pothe pothe
Tumi bondhu kanba niralete
Tumi ekdin kanba niralate
Paiya boka kemne dila re dhoka
Amar paiya boka kemne dila re dhoka
Parlam nare jiboner rong milate