Bangla Lyrics
Bhebe Bolna Tui Lyrics (ভেবে বলনা তুই) Mahtim Shakib
Bhebe Bolna Tui Lyrics By Mahtim Shakib
Bhebe Bolna Tui Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mahtim Shakib. Music Composed by Ahmed Razeeb. This Song Lyric And Tune was Created By Ahmed Razeeb.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Bhebe Bolna Tui – ভেবে বলনা তুই
Singer: Mahtim Shakib
Lyric, Tune & Music: Ahmed Razeeb
AD: Saurav Niloy
DOP: Kawsar Ahmed
Direction: Soumitra Ghose Emon
Post: Rain Drops
Label: Soundtek
Bhebe Bolna Tui Song Lyrics In Bengali
চাইছি তোর দু চোখে
থাকবে শুধু ঘোর
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যতো তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত।
ভেবে বলনা তুই
ভালোবাসিস কিনা
ভেবে দেখনা তুই
ভালোআছিস কিনা।
চাইছে মন তোর আলোতে
হাঁটবে পুরোটা পথ
ভাঙ্গবোনা জেনে রাখিস
ভালোবাসার শপথ।
শোননা তুই মনের কথা
নয়তো কল্পনা
বাঁচবোনা না তুই ছাড়া
মিথ্যে গল্প না।
ভেবে বলনা তুই
ভালোবাসিস কি না
ভেবে দেখনা তুই
ভালোআছিস কি না।
চাইছি তোর দু চোখে
থাকবে শুধু ঘোর
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যতো তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত।
ভেবে বল না তুই
ভালোবাসিস কিনা
ভেবে দেখ না তুই
ভালোআছিস কিনা।
ভেবে বল না তুই
ভালোবাসিস কিনা
ভেবে দেখ না তুই
ভালোআছিস কিনা।
ভেবে বলনা তুই গানের লিরিক্স – মাহতিম সাকিব
chaichi tor ducokh
thakbo sudhu ghor
vulbe tui amai niye
dukho joto tor
chaichi tui abar ashe
rakbe hata hat.