Bangla Lyrics
Just Songe Thak Lyrics (জাস্ট সঙ্গে থাক) Durga Puja Song
Just Songe Thak Lyrics From Durga Puja Song
Just Songe Thak Lyrics Is Bangla Song. This Song Is Sung By Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome. Music Composed by Dipesh Chakraborty. This Song Lyric And Tune was Created By Pijush Das And Dipesh Chakraborty.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Name : Just Songe Thak – জাস্ট সঙ্গে থাক
Singer : Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome
Tune / Music : Dipesh Chakraborty
Lyricist : Pijush Das.
Music Label : The Bong Studio
Just Songe Thak Song Lyrics In Bengali
চাইলে তুই গাইলে গান তোকেই শোনাবো
হাত ধরে রাত ভোরে শহর ঘোরাবো
জানিস আমার বেসামাল হয়েই আছে মন
এই সময় তুই আমার ভীষণ প্রয়োজন
এই মনের অবস্থা আর কি বলি
দিতে চায় On Point-এ অঞ্জলি
বারেবারে ছুটে চলে যায় তোর গলির দিকে
কোন কথা মানে না
তোর সাথে অনেকটা পথ চলতে চাই
Then কানে কানে ভালোবাসি বলতে চাই
শুধু আবদার একটাই যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক
সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক
এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক
আজ আমার
Just সঙ্গে থাক
মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার
সঙ্গে থাক
ডাকনামেরা কপালে থাকে না সবার
কথারা ফুরিয়ে গেলে
থেকে যায় স্মৃতিরা হাজার
এসবের মানে তারাই তো জানে আজকাল
নিজেদের ঠিক ভুলে
ভালো ছিল যারা গতকাল
কাঠবেড়ালিরা ক্যাডবেরিতেই খুশি
গাল গুলো দেখো পুরো যেনো ফুলটুসি
আর আব-ভাব রংচঙে রূপসীর মত
নাগাল পাওয়া দায়
পুজো আসছে এইটাই তো ভালোলাগা
এসে গেলে দশমীর পথ চেয়ে থাকা
তাই আবদার একটাই যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক
সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার
Just সঙ্গে থাক
মাঝ রাতে কথা বলা যাবে
সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার
জাস্ট সঙ্গে থাক গানের লিরিক্স
Chaile tui gaile gaan tokei sonabo
Haat dhore raat bhore shahor ghorabo
Jaanis amar besamal hoyei ache mon
Ei samoy tui amar vison proyojon
Ei moner abostha aar ki boli
Dite chaay on point e anjali
Barebare chute chole jay tor golir dike
Kono kotha mane na
Tor sathe onekta poth cholte chai
Then kane kane valobashi bolte chai
Shudhu abdar ektai ja kichui hoye jaak
Just songge thak sob jontrona kome jabe
Songey thak eibar pujo jome jabe
Songe thak aaj amar.