Bangla Lyrics

Otrito Lyrics (অতৃতীয়) Artcell | George Lincoln D Costa

Otrito Lyrics (অতৃতীয়) Artcell | George Lincoln D Costa

Otrito Lyrics By George Lincoln D Costa From Artcell

Otrito Lyrics Is a Bangla Song. This Song Is Sung By George Lincoln D’Costa. Music Created by Artcell. This Song Lyrics And Tune was Created By Ishtiak Islam Khan, Saef Al Nazi And Artcell.

Song Details
Song : Otrito – অতৃতীয়
Vocals & Guitars : George Lincoln D’Costa
Lyrics : Ishtiak Islam Khan & Saef Al Nazi
Lead Guitar : Iqbal Asif Jewel and Kazi Faisal Ahmed
Bass : Saef Al Nazi Cézanne
Drums : Kazi Shazzadul Asheqeen Shaju
Band : Artcell
Tune & Music : Artcell
Album : Otritio
Release Date : 09-03-2023
Language : Bangla
Label : G Series

অতৃতীয় গানের লিরিক্স – জর্জ লিংকন ডি’কস্তা – আর্টসেল

শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ণ
মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন
জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা
শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায়
যান্ত্রিক আভাস উপহাস করে আবার
অভিমানের খেয়ালি এ প্রতিফলন
জাগতিক নয় আমার এই সমীকরণ
ছায়াপথে ভেবেছিলাম আমি একা
তোমার আলোতে নিজেকে আবার দেখা
ভোরের রক্তিম আকাশে সময়হীন ঘোরে
সুদূরে মিলিয়ে যেতে দেখি তোমাকে
অসীম আকাশের বিশালতা যেন নীরব ব্যর্থতা
চাপা পড়া সময়ের ইতিহাসে
সভ্যতা আমার সূর্য নিভে গেলে
তোমার উৎসের আলোতে আঁধার পেরিয়ে পাবো কি
পাবো কি তোমার দেখা পাবো কি তোমার ছাঁয়া
পাবো কি আমি নিজেকে
আজ এই সুর ভেসে যায় সুদূর যেখানে
এক হয় না বলা কথা
গ্রহান্তরের অজানা পথ অচেনা পথিক বানায়
তোমার চেনা পথে নিয়ে যায়
দেয়ালে স্মৃতিচিহ্ন আঁকি
অতীত জীবনের অজানা ঝুঁকি
মহাকালের যত প্রমাণ আমার অস্তিত্বে
হারিয়ে আজ অগোচরে
আমি কে আমি কে তুমি কে তুমি কে
আমি তুমি তুমি আমি তুমি আমি আমি
মাত্রাহীন শূন্যতার অধিবাসী
অনুভবে অপরাধী
সময়হীন অশরীর ম-লে
বিচরণকারি
অবাস্তব ভেবে সত্যকে
ভুলে ছিলাম চিরকাল
মানবতার অহংকার
ভেঙ্গে দিলো এ সকাল
নিস্তব্ধতার এ চিৎকার সজ্ঞানে ফেরায়
শত শব্দের ভীড়ে আমাকে তোমাকেই চেনায়
তোমার ভেতর আমার ফিরে যাবার অভিযান
মহাকালে মিলিয়ে দিলাম অসীম ব্যবধান
আমি মেনে নিলাম তোমায় তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয়।

Otrito Lyrics In Bengali

srestho ami nijheke niye poripurno
mohajogote choriye ashe aaj amar chinno
jonmo theke anuvober Atrptata
sesh nishwase dariye vabai amai
jantrik avas upohas kore abar.


অতৃতীয় গানটি গেয়েছেন জর্জ লিংকন ডি’কস্তা। মিউজিক তৈরি করেছেন আর্টসেল। এই গানের কথা ও সুর তৈরি করেছেন ইশতিয়াক ইসলাম খান, সাইফ আল নাজি এবং আর্টসেল

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button