Bangla Lyrics

Ekdin Swapner Din Lyrics (একদিন স্বপ্নের দিন) Nachiketa Chakraborty

Ekdin Swapner Din Lyrics (একদিন স্বপ্নের দিন) Nachiketa Chakraborty

Ekdin Swapner Din Lyrics By Nachiketa Chakraborty And Shikha Basu

Ekdin Swapner Din Is a Bangla Hathat Bristi Movie Song. This Song Is Sung By Nachiketa Chakraborty And Shikha Basu. Music Created by Nachiketa Chakraborty. This Song’s Lyrics and Tune were Created By Nachiketa Chakraborty.

Song Details
Song: Ekdin Swapner Din – একদিন স্বপ্নের দিন
Film: Hathat Bristi
Lyrics And Music: Nachiketa Chakraborty
Singer: Nachiketa Chakraborty & Shikha Basu
Director: Basu Chatterjee
Label: Saregama India Ltd

Ekdin Swapner Din Song Lyrics in Bengali

একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। 
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। 
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন। 
একদিন স্বপ্নের দিন
বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন। 
একদিন হঠাৎ হাওয়া
থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে 
শুরু হয় চাওয়া পাওয়া। 
আজ শুধু পথ চাওয়া
বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে
উজানেতে তরী বাওয়া। 
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
 
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন। 
একদিন স্বপ্নের দিন
বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন।
যদি এ পথ ধরে
আমার এ মনের ঘরে
চিঠি হয়ে অগোচরে
আসে কেউ চুপিসারে। 
চাঁদের ঐ আলো হয়ে
আসো মোর ভাঙা ঘরে
দেখা যায় যায়না ছোঁয়া
যেন গান চাপা স্বরে। 
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে। 
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন। 
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। 
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। 
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন। 
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। 

একদিন স্বপ্নের দিন লিরিক্স – নচিকেতা চক্রবর্তী

Ekdin swapner din bedonar bornobihin
E jibone jeno ashe emoni swapner din
Sei vabonay vabi mone hoy
Duti noyonete ghor bosha naame
Ashe na fagun monete aagun
Emon biroho jwalay smritir melay
Katena aar din
Ekdin shopner din bedonar bornobihin
Ekdin hatath hawa thamiye asha jaowa
Proshner jaal bune shuru hoy chaowa paowa
Aaj shudhu poth chaowa bioher gaan gaowa
Vabonar nodi buke ujanete tori baowa
Shudhu sei gaan bhole obhiman
Chokhe okaron ghor borsha naame
Jodi e poth dhore amar e moner ghore
Chithi hoye ogochore ashe keu chupisare
Chander oi aalo hoye asho mor vanga ghore
Dekha jaay jaay na chowa jeno gaan chapa sware.
একদিন স্বপ্নের দিন গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও শিখা বসু। মিউজিক তৈরি করেছেন নচিকেতা চক্রবর্তী। এই গানের কথা ও সুর তৈরি করেছেন নচিকেতা চক্রবর্তী।

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button