Bangla Lyrics
Pagol Mon Lyrics (পাগল মন) Imran | Joy Chowdhury

Pagol Mon Lyrics By Imran And Joy Chowdhury From Prem Pritir Bandhon
Tomar Premer Pothik Premi Is a Bangla Prem Pritir Bandhon Movie Song. This Song Is Sung By Imran And Joy Chowdhury. Music Created by Jabed Ahmmed Kislu. This Song’s Lyrics and Tune were Created By Asraf Udash.
Song Details
Song: Pagol Mon – পাগল মন
Movie: Prem Pritir Bandhon
Cast: Apu Biswas & Joy Chowdhury
Singer: Imran & Luipa
Lyrics: Asraf Udash
Music: Jabed Ahmmed Kislu
Director: Sulaiman Ali Lebu
Production- Shadhin Kothacitra
Language: Bangla
Tomar Premer Pothik Premi Song Lyrics in Bengali
কে বলে পাগল সে জেনো কোথায়
রয়েছো কতই দুর মন কেনো এতো কথা বলে
কে বলে পাগল সে জেনো কোথায়
রয়েছো কতই দুর মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
আমার এই মন শুধু চায় যে তোমাকে
তোমার অই মনটা তুমি দাওনা আমাকে
আমার এই মন শুধু চায় যে তোমাকে
তোমার অই মনটা তুমি দাওনা আমাকে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
তোমার বাশির সুরে সকা ঘরে রয়না মন
তাইতো আসি ছুটে আশি যখন তখন
তোমার বিনের সুরে সখী ঘরে রয়না মন
তাইতো আসি ছুটে আশি যখন তখন
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
আমি কৃঞ্চ তুমি রাধা যাবো বৃন্দাবন
সুখে দুঃখে রব মোরা বাকিটা জীবন
আমি রাধা তুমি কৃঞ্চ যাবো বৃন্দাবন
সুখে দুঃখে রব মোরা বাকিটা জীবন
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
কে বলে পাগল সে জেনো কোথায়
রয়েছো কতই দুর মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
ও পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন মন রে মন কেনো এতো কথা বলে
পাগল মন লিরিক্স – ইমরান ও জয় চৌধুরী
ke bole pagol se jeno kothai
royecho kotoi dur mon keno eto kotha bole
ke bole pagol se jeno kothai
royecho kotoi dur mon keno eto kotha bole
pagol mon mon re mon keno eto kotha bole
o pagol mon mon re mon keno eto kotha bole
pagol mon mon re mon keno eto kotha bole.
তোমার প্রেমের পথিক প্রেমী গানটি গেয়েছেন সামজ ভাই এবং তাফসির শ্যারন। মিউজিক তৈরি করেছেন জাবেদ আহমেদ কিসলু। এই গানের কথা ও সুর তৈরি করেছেন আসরাফ উদাশ।