Bangla Lyrics

Keno Amar Holena Lyrics (কেন আমার হলেনা) Shamiul Shezan

Keno Amar Holena Lyrics by Shamiul Shezan

Keno Amar Holena Lyrics Is a Bangla Sad Song. This Song Is Sung By Shamiul Shezan. Music Composed by Din Shamiul Shezan. This Song’s Lyrics and tune was Created By Shamiul Shezan.

Song Details
Song: Keno Amar Holena (কেন আমার হলেনা )
Artist : Shamiul Shezan
Lyric: Shamiul Shezan
Tune : Shamiul Shezan
Composition : Shamiul Shezan
Vocal: Shamiul Shezan
Mix and mastered by: Shamiul Shezan

Keno Amar Holena Song Lyrics in Bengali

কোন এক ভোরের আলোয় 
তোমায় খুঁজে যাই
কোন এক রাতের আঁধার 
একা নির্ঘুম কেটে যায়
আজো বিঁধে আছে স্রিতি তোর
ভুলে যাওয়া সাধ্যে নয়
আজো গম্ভীর মেঘ কেন
কান্না হয়ে ভিজিয়ে যায়।

তবু আজ তুমি নেই আমার
নেই কেন তোমার মায়া
কেন মিথ্যে ছলনায়
ভেঙে দিলে আমায়।

হে তুমি কেন আমার হলেনা
কি ভুল ছিল ছিল বলনা
আঁধার ঘরে আমি একা দিক হারা
আজো পথ শূন্য হয়ে আছে
বৃষ্টি হয়ে আকাশ কাদে
নীরবতা কেন দিয়ে গেলে আমায়।

কিছু কথার মাঝে 
কিছু বেথা মিসে থাকে
কিছু আঘাত চিরজীবন থেকে যায়
কিছু নীরবতার মাঝে
হাজারো কান্না লুকোনো থাকে
কিছু মায়া চিরজীবন থেকে যায়।

জানিনা কত দুরের পথে হারিয়ে গেছো
বঝেনা কিছু মন আমার
অবহেলা দিয়ে গেছো পুরো শহরটা জুড়ে
যন্ত্রণার মাঝে বেঁচে থাকা।

তবু আজ তুমি নেই আমার
নেই কেন তোমার মায়া
কেন মিথ্যে ছলনায়
ভেঙে দিলে আমায়।

হে তুমি কেন আমার হলেনা
কি ভুল ছিল ছিল বলনা
আঁধার ঘরে আমি একা দিক হারা
আজো পথ শূন্য হয়ে আছে
বৃষ্টি হয়ে আকাশ কাদে
নীরবতা কেন দিয়ে গেলে আমায়।

হে তুমি কেন আমার হলেনা
কি ভুল ছিল ছিল বলনা
আঁধার ঘরে আমি একা দিক হারা
আজো পথ শূন্য হয়ে আছে
বৃষ্টি হয়ে আকাশ কাদে
নীরবতা কেন দিয়ে গেলে আমায়।

কেন আমার হলেনা গানের লিরিক্স – শিমুল সেজান

Kono ek vorer aloi
tomay khuje jai
kono ek rater adhar
eka nirghum kete jai
ajo bidhe ache sriti tor
vule jaowa sadhe noy
ajo gomvhir megh keno
kanna hoye vijiye jai.

Tobu aj tumi nei amar
nei keno tomar maya
keno mitthe cholonai
venge dile amay.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button